জেলা

বলিয়ারপুরে রক্তদান শিবির


লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণের পরিচালনায় কাঁথি ১ নম্বর ব্লকের নয়াপূট অঞ্চলের বলিয়ারপুর মা সারদামণি সেবা সংঘের সহযোগিতায় বলিয়ারপুর জুনিয়র হাইস্কুলে “রক্তদান শিবির” অনুষ্ঠান অনুষ্ঠিত হলো. করোনার এই ভয়াবহ আবহে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা মেটাতে এই আপৎকালীন “রক্তদান শিবিরের “আয়োজন. শিবিরে উপস্থিত ছিলেন লায়ন ডঃ সুমিত্র মাইতি, লায়ন রূপক গিরি, লায়ন সুব্রত গুহ, লায়ন মনোজ কামিলা, লায়ন নারায়ন পয়ড়্যা, লায়ন তারাশঙ্কর পড়িয়ালী, সহ সদস্যগণ. 9 জন মহিলা সহ 35 জন রক্তদান করে. সংঘের পক্ষ থেকে চন্দন মন্ডল, গৌতম জানা, শংকর মন্ডল সহ সদস্যবৃন্দরা রক্তদাতাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার এবং টিফিন তুলে দেন. রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক.ভয়াবহ বিশ্বজুড়ে করোনা আবহে রক্ত দাতারা যে রক্ত দান করে সাহসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণ ও মা সারদামণি সেবা সংঘেরপক্ষ থেকে স্যালুট জানানো হয়. কাঁথি মহকুমা শাসক, জুনপূট কোস্টাল থানা, নয়াপূট গ্রাম পঞ্চায়েত, এবং বলিয়ারপুর জুনিয়র হাই স্কুল ও বলিয়ারপুর গ্রামবাসীকে সহযোগিতা করার জন্য সংঘের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান সঞ্জীব জানা ও উত্তম মাইতি.

Related Articles

Back to top button