কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগিয়ে প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– কেন্দ্রে বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী নীতি ও বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে রাজ্যের জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগিয়ে প্রতিবাদ মিছিল করছে বর্তমান শাসকদল, সেইবার তাকে উপেক্ষা করে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা এলাকায় শান্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়, এই দিন এই মিছিল গোটা মেচেদা শহর প্রদক্ষিণ করে অবশেষে পথসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ করা হয়, এই দিন এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলায়, এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলী, রাজ্য সম্পাদক ব্রাহ্মণ ট্রাস্ট এর শ্রীধর বাবু, উপপ্রধান কৃষ্ণা সামন্ত রায় শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিশিষ্ট সমাজ সেবী রাজিব জইন বিশিষ্ট রাজনীতিবিদ পঞ্চানন দাস সমাজ সেবী দিপু আলী সমাজ সেবী আফসার আলী এবং বিশিষ্ট ব্যক্তিগণ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব, এই দিন শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন, তিনি বলেন যেভাবে পশ্চিম বাংলা কে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার তাতে সাধারণ মানুষ এই সরকারের প্রতি বিরক্ত বোধ করছে।