গ্রামের পাতায়

চৈতন্য ভূমিতে অবস্থিত ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির খোলা হলেও দেখা নেই দর্শনার্থীদের


শ্যামল রায়, নবদ্বীপ:চৈতন্য ভূমি নবদ্বীপ মহাপ্রভু পাড়ায় ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির খোলা হলেও বুধবারে দেখা মিলল না কোন দর্শনার্থীর। শুধুমাত্র মন্দিরের গেটে দুই  ভিখারি বসে রয়েছেন। ভিখারি রা জানালেন যে সকাল থেকে কোনো দর্শনার্থী এখানে আসেনি। তাই তাদের পেটে টান পড়েছে। এলাকার ব্যবসায়ীরা জানালেন যে করোনার পরিস্থিতিতে মানুষ ঘরবন্দি। কিছু বাস যাতায়াত করলেও মানুষজন বাইরে থেকে আসছেন না এবং ঘর থেকে বের হচ্ছেন না তাই মন্দির দেখতে আসার যে প্রবণতা আগে ছিল এখন কিন্তু নেই তাই এ দিন দেখা গেল না দর্শনার্থীদের। অনেকে বলছেন ট্রেন চলাচল না করলে দর্শনার্থীরা আসতে পারবেন না এবং মন্দিরে লোকও হবে না। তবে মন্দির তরফ থেকে নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মধ্যে দিয়ে মহাপ্রভুর দর্শন করতে পারবেন ভক্তরা। এসব ব্যবস্থা থাকলেও দর্শনার্থীদের দেখান এই মন্দিরের আশেপাশে থেকে শুরু করে সর্বত্র। অনেকে বলছেন এই পরিস্থিতি কবে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে এখনো তাদের কাছে অজানা। তাই চিন্তিত শুধু ভিখারির নয় স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে মোট কর্তৃপক্ষের একটা অংশ। দীর্ঘদিনের পুরনো ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে দর্শনার্থী না থাকায় চিন্তিত মন্দির কর্তৃপক্ষ আশায় বুক বেঁধেছেন ধীরে ধীরে শুভ হবে সবকিছু।

Related Articles

Back to top button