গল্প ও কবিতা
চৈত্র চড়ক
স্বপন সরদার
———+——
হায় রে চৈত্রের শেষ!
করোনাএসেই তোমায় করলো
এককে তেই নিঃশেষ!
কি না ছিলো আজ দিন টায়
সকাল বিকাল সন্ধায়
অভাবে সবভাবে এক হয়ে যেত
একটু মজার ধান্দায়!
ঝাপ দেখবো, চড়ক দেখবো
দেখবো গাজন সং
গোষ্ঠ মেলা আসতো হেসে
নিয়েই কত রং!
আম মিস্টি, জিলিপী নাড়ু
নূতন জামা কাপড়
জামাই বাবুর আদর ছাড়াও
জুটতো বাহবা চাপড়!
ছিনিয়ে নিল করোনা কামড়
মৃত্যুর থাবা বসিয়ে
সারা বিশ্বই কাঁপছে এখন
বাঁচন মরন মিশিয়ে!
সেই কাঁপনেই কাঁপছে বাংলা
অনুদান হাতে নিয়ে,
দরজা বন্ধ ঘরে ঘরে আজ
মুখেতে মাকস পেঁচিয়ে!
চড়ক!সে আজ মোড়কে মাখা!
ঝাঁপেও লেগেছে কাঁপ!
চৈত্র তুমি পালাও দ্রুত
না পুলিশে বাড়াবে হাঁফ!
হায় করোনা! করনা করুনা!
বাঙালি বাঁচুক প্রানে!
আদ্দি কালের শিব পার্বতী
বসুক আবার ধ্যানে।
সাথে জুটত হাল্কা চালের