কলকাতা

কমিউনিটি কিচেনের এক অভাবনীয় প্রয়াস গ্ৰহণ করলেন ৩৩ নম্বর ওয়ার্ডের উওর তৃণমূল মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী রুমা দত্ত….

ঝুম্পা দেবনাথ ওদেবব্রত কোঁচ :করোনার প্রকোপে সাধারণ মানুষ এখনও গৃহবন্দিতে আচ্ছন্ন। লকডাউন রূপী লক্ষণ রেখাকে উপেক্ষা করে, ৫৫ তম দিনেও সকলেই গৃহবন্দি অবস্থায় দিনযাপন করছেন।করোনা থেকে সাধারণ মানুষকে আরও সুরক্ষিত রাখার আশায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চতুর্থ দফার লকডাউন ঘোষণা করেছেন। এই লকডাউনের জন্য যেমন মানুষ গৃহবন্দি অবস্থায় থেকে সুরক্ষিত আছেন, তেমনি অনেক মানুষ কাজের অভাবে অসহায় হয়ে পড়েছেন। রুজি-রোজগার হারিয়ে অনেক মানুষ অভুক্ত হয়ে দিনযাপন করছেন। চতুর্থ দফার লকডাউন হত্তয়া সত্বেও রাজ‍্যে এই চিত্রের কোনো ব‍্যতিক্রম ঘটেনি। রোজগার হারানো নিরন্ন মানুষের মুখে দু-মুঠো অন্ন তুলে দেওয়ার উদ্দেশ্যেই উওর ২৪ পরগণা জেলার বরানগর অঞ্চলের ৩৩ নম্বর ওয়ার্ড উওর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্দ‍্যোগে সহ- সভানেত্রী রুমা দত্ত ২১/১ প্রামানিক ঘাট রোডের সন্নিকটে আয়োজন করছেন রান্না করা খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার এক অভাবনীয় প্রয়াস। “কল্পতরু-কমিউনিটি কিচেন” নামাংকিত এই কর্মসূচি শুরু হয় ১৫ মে থেকে, চলবে টানা ৫ দিন ব‍্যাপি। সামাজিক দূরত্বকে মাথায় রেখে কুপন পদ্ধতির মাধ্যমে চলছে এই ত্রাণ পরিষেবা। এই কর্মসূচির মাধ্যমে প্রতিদিন প্রায় ১৫০-২০০ জন নিরন্ন মানুষের কাছে এই রান্না করা খাবার পৌঁছে দেওয়া চলছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, বরানগর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ‍্যের মন্ত্রী তাপস রায়, বরানগর পৌরসভার উপ-পৌরপ্রধান জয়ন্ত রায়, বরানগর পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলর দিলীপ নারায়ণ বসু, অমর পাল সহ বরানগর পৌরসভার কাউন্সিলর নিবেদিতা বসাক সহ অন্যান্য কাউন্সিলরবর্গ এছাড়াও তৃণমূল মহিলা কংগ্রেসের প্রমুখ সদস্যাবৃন্দ সহ সমাজসেবক অঙ্কুর বসাক ও তৃণমূল কংগ্রেস কর্মী নান্টু নন্দী।দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় জানান, তৃণমূল মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী রুমা দত্ত খুবই ভালো মানুষ, উনি রাখি-বন্ধন থেকে অন্নদান সমস্ত অনুষ্ঠানেই অন‍্যান‍্যদের থেকে অনেক এগিয়ে‌ মানুষের কথা ভেবে কাজ করে চলেছেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বরানগরের বিধায়ক তাপস রায় রুমা দত্তের ভূয়সী প্রশংসা করেছেন। রুমা দত্তের এই অন্নদানের অসাধারণ প্রয়াসে অনেক নিরন্ন মানুষের উপকার হবে বলেই জানিয়েছেন বিধায়ক তাপস রায়। রুমা দত্ত জানান, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথকে পাথেয় করেই অভুক্ত মানুষের কাছে রান্না করা খাদ্যসামগ্ৰী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই কমিউনিটি কিচেনের কর্মসূচি তিনি গ্ৰহণ করেছেন। তিনি জানান, লকডাউনের পর থেকেই চাল, ডাল, আটা, তেল প্রভৃতি খাদ্যদ্রব্য তিনি ২০০ জন করে অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। লকডাউন যতদিন চলবে তিনি ততদিন নর-নারায়ণ সেবার আয়োজন করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, পরবর্তীকালে তিনি সাধারণ মানুষের কাছে মাস্ক ও স‍্যানিটাইজাও পৌঁছে দেওয়ার কথা চিন্তা করেছেন। তৃণমূল মহিলা কংগ্রেসের এক সদস‍্যা বলেন, রুমা দত্ত বরাবরই মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কোনো অসহায় মানুষ রুমা দত্তের কাছে সাহায‍্য চাইতে এসে , সাহায্য না পেয়ে কখনও ফিরে যান নি বলেই জানান। কিন্তু সহ-সভানেত্রী রুমা দত্ত হলেন প্রচার বিমুখী মানুষ কোনোরকম প্রচার ছাড়াই তিনি মানুষের পাশে থেকে সমাজ সেবার কাজ করে চলেছেন বলে এমনটাই জানিয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যারা। তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীদের বিশ্বাস পরবর্তী সময়ে রুমা দত্তকে যদি আমাদের পাশে পাই তবে আরো মানুষকে সাহায্য করার জন্য তিনি এগিয়ে আসতে পারবেন।তাছাড়াও তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যারা জানান, রুমা দত্ত দুঃস্থ বাচ্ছাদের পড়াশোনার খরচ বাবদ কিছু অর্থ সাহায্য করে থাকেন সারা বছর!এই থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল মহিলা কংগ্রেসের সহ -সভানেত্রী রুমা দত্ত শুধুমাত্র একজন তৃণমূলকর্মীই নন, একজন নিঃস্বার্থ সমাজসেবিকা।—

Related Articles

Back to top button