বিশ্বজুড়ে শিশুদের শৈশব কেড়ে নিচ্ছে করোনা
ঝুম্পা দেবনাথ:ভয়াবহ করোনায় বিশ্ববাসী বিপন্ন। সকলেই লকডাউনের জেরে ঘরবন্দি হয়ে রয়েছেন। লকডাউন উঠলে কাজ থাকবে কি না? বা সকলের অর্থনৈতিক অবস্থা সচ্ছল থাকবে কি না? এই নিয়ে সকলেই চিন্তিত। কিন্ত কেউই ভাবছেন না বাড়িতে থাকা সেই ছোট্ট সদস্যের কথা। মারণ ভাইরাস করোনায় সবথেকে আক্রান্তের সম্ভাবনা ৩-১০ বছরের শিশুদের।
লকডাউনের জেরে গৃহবন্দি হয়ে আছে শিশুরাও। শিশুরা তাদের এই শৈশব জীবনে বন্ধুদের সাথে খেলাধুলো, গল্প সমস্ত কিছু বাইরের জগতের আনন্দ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এর ফলে শিশুরা একটু আনন্দ পাবার আশায় চোখ রাখছে টিভি, কম্পিউটার, মোবাইল স্কিনে। এই সবের জন্য শিশুরা হারিয়ে ফেলছে না তো তাদের সেই সুন্দর শৈশবকে?
শুধু ভারত নয়, আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোর্তুগাল সহ আরও ৩২ টি দেশে লকডাউনের পর থেকে সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে মহিলাদের পাশাপাশি পারিবারিক হিংসার শিকার শিশুরাও।
বাবা মায়ের মধ্যে ঝগড়া, অথনৈতিক অবস্থা নিয়ে গোলমাল, এই সবকিছু প্রভাব পড়ছে শিশু মনে। ফলে অবসাদে ডুবছে শিশু মন।
আমরা এক শিশু মনোবিদের সাথে কথা বলি। উনি জানান এই সময় খুব দরকার শিশুদের সাথে সময় কাটানোর। বাবা মায়েদের উচিৎ একটু তাদের সাথে খেলা বা গল্প করা।
আবার কখনো আমরা দেখেছি কোন সচেতন মা বাবারা এই অবসাদ থেকে তাদের বাচ্ছাদের দূরে রাখতে সময় কাটাচ্ছেন তাদের সাথে।
এই করোনা জাতি, ধর্ম, নির্বিশেষে যেমন আক্রান্ত করছে শিশু শরীরকে, তেমনি আক্রান্ত করছে শিশুমনকেও। যেসমস্ত শিশুরা দরিদ্র, মাথায় থাকার মতো ছাদ নেই, তারা আরও কঠিন বাস্তবের সম্মুখীন হচ্ছে। সামান্য খাবারের আশায় বিভিন্ন খারাপ কাজেও নিয়োজিত করছে নিজেকে। এর ফলে বিপন্ন হয়ে পড়ছে না তো ভবিষ্যত প্রজন্ম?…———————— ||————————