রাজ্য

চৈতন্য ভূমি নবদ্বীপের গুরুত্বপূর্ণ জায়গায় বৃষ্টি হলেই জল জমে যায় দূর্ভোগে পড়েন শহরবাসী।


শ্যামল রায়, নদীয়া:চৈতন্য ভূমি নবদ্বীপ শহর অতি প্রাচীন একটি ঐতিহ্যবাহী শহর। এই শহর থেকেই মানুষের বেঁচে থাকার নানা বিধ কর্মকাণ্ড নিয়ে শুভ বার্তা দিতে নবজাগরণ শুরু করেছিলেন চৈতন্যদেব।তবে ঘিঞ্জি বসতি নবদ্দীপ শহরে এখনো যেভাবে উন্নয়নমূলক কাজ দরকার হয়ে ওঠেনি তবুও বাম আমল থেকে তৃণমূলের সরকার ক্ষমতা দখল করার পর থেকে শহরের একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে তা অনেকেই বলছেন।কিন্তু শহরে এখনো অনেক গুরুত্বপূর্ণ স্থান নিচু থাকার কারণে জল জমে যায়। জল নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন এখনো ঘটেনি কিন্তু কয়েকটি রাস্তা উঁচু করলেও সামান্যতম বৃষ্টি হলেই জল জমে যায়।শনিবার দুপুরে বৃষ্টি হয়। বৃষ্টিতে নবদ্দীপ শহরের গুরুত্বপূর্ণ স্থানে রাধা বাজারের জল জমে যায়। টোটো চালক থেকে শুরু করে রিকশাচালক শহরবাসী এবং পথচলতি সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন।বৃষ্টির ফলে শহরে হাঁটু পর্যন্ত জল থাকায় কাপড় এবং জামা প্যান্ট ভিজে যায়।
এরকম দৃশ্য বুড়োশিবতলা রোড কলেজ এর কাছে রাধা বাজার পাঁচ মাথা মোড় থেকে রাম সীতা পাড়া মোড় পর্যন্ত দেখা যায় এই সকল গুরুত্বপূর্ণ স্থানে বৃষ্টিতে জল জমে গিয়েছে এবং শহরবাসীর চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
শনিবারে বৃষ্টিতে দুপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এবং সাধারণ মানুষ শহরে জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে কাক ভেজা হয়ে বাড়ি ফিরে যান।তবে শহরবাসী দাবি তুলেছেন জল নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার এবং যে সমস্ত জায়গা গুলো অতিগুরুত্বপূর্ণ রয়েছে সেই সকল স্থানে আরও অজু করার পর জল নিকাশি ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে তাহলেই ছোট্ট এবং নবদ্বীপ শহরের মানুষ উপকৃত হবেন।তবে নবদ্দীপ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানিয়েছেন যে বাম আমলের থেকে আমরা প্রভূত উন্নতি ঘটিয়েছি শহরবাসী জানেন এবং আগামী দিন এই চৈতন্য ভূমিতে আরও ব্যাপক উন্নয়নমূলক কাজ হবে শুধু মাত্র সময়ের অপেক্ষা। জল নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে যাবে। তবে রাধা বাজার এলাকা বহু নিচু এলাকায় পরিণত ছিল আমরা অনেক উঁচু করে মানুষের দুর্ভোগের হাত থেকে বাঁচার জন্য কাজ করেছি।

Related Articles

Back to top button