রাজ্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে DG সুরোজিৎ পুরকায়স্থ পাথরপ্রতিমা ব্লক পরিদর্শন এলেন।
পার্থ কুশারী :– দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে এলেন রাজ্যের এক পুলিস কর্তা সুরজিৎ পুরকায়স্থ। তিনি গাড়ি পথেই কাকদ্বীপ হয়ে রামগঙ্গা পঞ্চায়েত সমিতি অফিস সংলগ্ন এলাকায় আসেন। তার পূর্বে পাথরপ্রতিমা থানার পক্ষ থেকে দুস্হ দরিদ্র অসহায় মানুষকে বিভিন্ন রকমের এাণ দেবার জন্য নৌকা পথে নিয়ে আসা হয়। ডিজি দুজন দুস্ত ব্যক্তির হাতে এাণ দিয়ে গন্তব্যস্থলে ফিরে যান।