জেলা

কমিউনিটি কিচেনের দ্বিতীয় দিনে মানুষকে সাহায্যদানের মাধ্যমে কল্পতরু হয়ে উঠলেন দিলীপ নারায়ণ বসু

————ঝুম্পা দেবনাথ——–

উঃ ২৪ পরগণা: কোভেড-১৯ এর অন্ধকার ছায়ায় আলোর দিশা দেখাতে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় তাপস রায়ের উদ্দেগ‍্যে ও বরানগর পৌরসভার কাউন্সিলর. ইনচার্য শ্রীযুক্ত দিলীপ নারায়ণ বসুর ব‍্যবস্থাপনায় গত কাল থেকেই শুরু হয়ে গেছে কল্পতরু কমিউনিটি কিচেনের এক মহান উৎসব।এই মহান উৎসবের মাধ্যমে বরানগর অঞ্চলের ১ থেকে ৩৪ টি ওয়াডের কয়েক হাজার মানুষেরা ইতিমধ্যেই নাম অন্তর্ভুক্ত করেছেন‌ এবং তাদের প্রত‍্যেকের ই ভোজনের ব‍্যবস্থা দিলীপ নারায়ণ বসুর তত্বাবধানে হয়ে চলেছে। এই কমিউনিটি কিচেনের শুভ উদ্ভোধন হয় ১৯ এপ্রিল। শুভ উদ্ভোধনে উপস্থিত হয়েছেন বরানগরের বিধায়ক তাপস রায়, দমদম লোকসভা কেন্দ্রের অধ‍্যাপক সৌগত রায়, এবং অন্যান্য কাউন্সিলর ও সাংস্কৃতিক জগতের মানুষেরা।
এই উক্ত দিনে নেতাজির লোল্ডে কলোনির দুগ্গা সমিতির প্রধান এবং অন্য দিক থেকে উনি আবার বরানগরের কাউন্সিলর ইনচার্য দিলীপ নারায়ণ বসু, আমরা সকলেই বরানগরের ছেলে সুনুদা বলে চিনি, উনি ১ লক্ষ ২০ হাজার টাকার একটি চেক বরানগর নেতাজি লোল্ডে কলোনির পক্ষ থেকে শ্রীযুক্ত তাপস রায় ও সৌগত রায়ের হাতে তুলে দেয় পশ্চিমবঙ্গ বাজ‍্য সরকারের রিলিফ ফান্ডে সাধারণ মানুষকে সহায়তা দানের জন্য। এই বিষয়ে তাপস রায়ের সঙ্গে কথা বললে তাপস রায় দিলীপ নারায়ণ বসু সম্পর্কে বলেন যে দিলীপ খুব ভালো ছেলে, শুধু উনি আমার বরানগর পৌরসভার কাউন্সিলর ই নন, বরং একজন দক্ষতায় দক্ষ ব‍্যক্তি এবং মানুষ ও সরকারের উপকারে এই ভাবে সাহায্য করে থাকেন। সৌগত রায়কে দিলীপ সম্পর্কে জিজ্ঞাসা করায় আমরা জানতে পারি, দিলীপ নারায়ণ বসু এই যে কল্পতরু উৎসব করেছেন এতে বরানগরের অনেক অভুক্ত মানুষ খুবই উপকৃত হবেন এই কল্পতরু উৎসবের মাধ্যমে এবং আমরা দেখতে পাই বহু মানুষেরাই ঠিকঠাক দূরত্ব রেখে সেই কল্পতরু উৎসবে হাজির হয়েছিল এবং অভুক্ত পরিবার এই কল্পতরু উৎসবের মাধ্যমে উপকৃত হচ্ছে।
দিলীপ বাবুকে জিজ্ঞাসা করায় তিনি বলেন,#বাংলারগর্বমমতা………………………………………..
আমাদের গর্বের ” দিদি ” #মমতাবন্দ্যোপাধ্যায়ের হাত ধরে করোনার এই ভয়ঙ্কর যুদ্ধে জয় লাভ করে বাংলা আবার আগের ছন্দে ফিরে আসবে। বাঙালি আবার আগের মতই বাঁচবে তাদের স্বপ্নের বাংলায় আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই দিদির হাত ধরে বাংলা গানের ছন্দে ফিরিয়ে আনবো এবং করোনার যুদ্ধে জয়লাভ করবো। আবার বাংলা আগের মতই হাসবে। সর্বশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান পরামর্শ আমরাসবাই_দৃঢ়প্রতিজ্ঞ…. সঈ মেনে চলবো——

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button