কাঁথি শহরের বুকে দিনে দুপুরে হার ছিনতাই
করনা আতঙ্কের জেরে চলছে লকডাউন শুনশান রাস্তা ঘাট । এরই মাঝে কাঁথি শহরের বুকে দিনে দুপুরে হার ছিনতাইয়ের ঘটনা ঘটলো । কাঁথি পৌর এলাকার 6 নম্বর ওয়ার্ডের স্কুল বাজারের ঘটনা । সাড়ে দশটা নাগাদ এক মহিলা টোটো করে স্কুল বাজারের দিকে যাচ্ছিলেন । স্কুল বাজারে পৌছামাত্র বিপরীত দিক থেকে একটি বাইকে করে আছে দুই দুষ্কৃতী । টোটো টাকে ক্রস করে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ায় বাইক । আচমকাই বাইকের পেছনে থেকে এক দুষ্কৃতী নেমে ওই মহিলার গলার হার ছিনতাই করে এর বাইকে উঠে চম্পট দেয় । ইতিমধ্যেই চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসেন । খবর দেয়া হয় পুলিশে । কাঁথির এসডিপিও অভিষেক চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এইমাত্র ঘটেছে আমরা সবকিছু খতিয়ে দেখছি । এই সঙ্গে সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ ।স্থানীয় গ্যাস সেন্টারে গ্যাস আনতে আসা স্বপন দাস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন যে টোটো করে মহিলা আসছিলেন এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইকের দুই দুষ্কৃতী আসে এবং ওই মহিলার হাত ছিনতাই করে পালিয়ে যায় ।
লকডাউন চলছে এবং কেন্দ্রীয় তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের । তাই বাইরে বের হলে বা মুখে মাস্ক , রুমাল বা গামছা বেঁধে বেড়ানো বাধ্যতামূলক । যার ফলে দুষ্কৃতীরা এই ব্যবস্থা কে কাজে লাগিয়ে দিনে দুপুরে ছিনতাই শুরু করেছে । যানিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা ।