জেলা

কাঁথিতে বিক্ষোভ কর্মসূচি সিপিআইএমের

করোনা ও অামফান মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতা,বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ভারচুয়াল জনসভার নামে করোনা মহামারী ও অামফান বিপর্যয়ের মধ্যে বিহার ও পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতির প্রতিবাদ সহ জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে কাঁথি ও এগরা মহকুমা সহ জেলা ও রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। সিপিঅাই এম,কাঁথি এরিয়া কমিটির উদ্যোগে কাঁথি শহরে জুনপুট রাস্তা র মোড়ে বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, সলিল বরণ মান্না, কৃষ্ণেন্দু বারিক, সৌম্যজিত দাস,তন্ময় অাদক,সেক সামসুদ্দিন,সেক সাত্তার, মধুসূদন জানা, বিদ্যুৎ দে প্রমুখ নেতৃবৃন্দ। দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বরে কর্মসূচি তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন, সুতনু মাইতি, সেক সফিউল অালি, প্রবীর বেরা, হোসেন অালি প্রমুখ নেতৃবৃন্দ। মারিশদা এরিয়া কমিটির ডাকে কর্মসূচি তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, ঝাড়েশ্বর বেরা, খাজা অাবুল অালি, স্বপন খাঁড়া,প্রতাপ দাস,অনন্ত পণ্ডা,রাজনারায়ণ দাস,অশোক পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। সিপিঅাইএম নেতা বলেন গ্রাম-শহরে প্রকল্প চাই,কর্মহীনের কাজ চাই,লক-অানলকে দুই সরকারের অপরিণামদর্শীতার প্রতিবাদ সহ গরীবের অ্যাকাউন্টে টাকা চাই, গরীবের ক্ষুধা মেটাও,ভাষন নয়,রেশন চাই,দুই সরকারের দিশা নাই, মানুষ বেঘোরে মরছে তাই প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে অাজকের কর্মসূচি রূপায়িত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button