জেলা

কাঁথি পুলিশের মানবিক মুখ!

প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদনীপুর:রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি ও কাঁথি পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারির অনুপ্রেরণায় মহকুমা পুলিশ অফিসার অভিষেক চক্রবর্তী ও আই সি সুনয়ন বসুর আবেদনে সাড়া দিয়ে আজ কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার এবং এল আই সি ডেভেলপমেন্ট অফিসার গোলক চন্দ্র বিশ্বাসের যৌথ উদ্দেগে করোন মহামারী ভাইরাসের বিরুদ্ধে যারা সারদিন রোদে পুড়ে মোড়ে মোড়ে আমাদের কে সচেতন করছে সেই সব ট্রাফিক পুলিশ, সিভিক পুলিশ এবং পৌরসভার কর্মরত কর্মচারী গনের হাতে কিছু খাদ্য সামগ্রিক তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন কাঁথি থানার ট্রাফিক অফিসার অভিজিৎ পাত্র, অফিসার রবি গ্রাহীকা, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা এবং আজীবন সদস্য গোলক চন্দ্র বিশ্বাস।

Related Articles

Back to top button