করোনা ত্রাণ তহবিলে সাহায্য হাত বাড়িয়ে দিলো ভাটদা পল্লী মঙ্গল সমিতি!
পূর্ব মেদিনীপুর ঃ রাজ্য তথা গোটা বিশ্বের আতঙ্কের অপর নাম করনো। আর এই করোনা আতঙ্কে আতঙ্কিত এখন গোটা দেশের মানুষ। করোনা রোধে রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে বিশেষ ফান্ড তৈরি করা হলেও তা নোভেল করোনা রোধে যথেষ্ট নয়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাই এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের ভাটদা পল্লী মঙ্গল সমিতি। মঙ্গলবার তারা এগরার বালিঘাইতে বিডিও রাণী ভট্টাচার্য এর হাতে দশ হাজার টাকা (চেক) আর্থিক সাহায্য তুলে দেন। ভাটদা পল্লী মঙ্গল সমিতির সম্পাদক আনন্দদুলাল গিরি বলেন, “মানুষকে বাঁচাতে হবে। তাই আমরা যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করেছি।” এগরা-২ ব্লকের বিডিও রাণী ভট্টাচার্য এই সংস্থার কর্মকর্তাদের সাধুবাদ জানান। উনি আরো বলেন, “করোনা রোধে এরকম ব্লকের বেসরকারি সংস্থাগুলোকে এভাবে এগিয়ে আসতে হবে।” উপস্থিত ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, সহ-সভাপতি শ্রীপতি প্রধান, সমিতির সভাপতি রামপদ দাস, মণিময় করমহাপাত্র, সত্যব্রত করমহাপাত্র, প্রিয়জ্যোতি করমহাপাত্র, গৌরাঙ্গ সাউ প্রমুখ।