করোনা যুদ্ধের সকল সৈনিকদের জন্য মঙ্গল কামনা করেন স্বপন দত্ত বাউল।
অসহায় মানুষের পাশে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে চাল, ডাল আলু, নিত্যপ্রয়োজনীয় জিনিস দান করছে। বাংলার অসহায় নিম্ন ও মধ্য বৃত্র এবং আদিবাসী ও অনাদিবাসি গরীব প্ররিবার গুলি আসার আলো দেখছে। এদিকে অসহায় জন্য এগিয়ে আসছে , কুছি সমাজসেবী সংগঠন ,পুলিশ, সাংবাদিক ,দেশের প্রধানমন্ত্রী , অভিনেতা , অভিনেত্রী সহ একাধিক সমাজের বিশিষ্ট ব্যক্তবর্গরা।তেমনি ভাবে এগিয়ে এসেছে মানবিকতা দেখিয়ে বাউল গানের মাধ্যমে মহামারী মাকাবিলা সৈনিকদের জন্য মঙ্গল কামনা করছে।মহামারীও লক ডাউন নিয়ে সচেতনের করার পর করোনা ভাইরাস যুদ্ধের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা সঙ্গে যুদ্ধ যারা করছেন সেই সব সৈনিক দের জন্য আন্তজাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউলের মন কেঁদে উঠলো স্বপন বাউল তাই গানে গানে ও বক্তব্য রেখে বলছেন করোনা যুদ্ধের সৈনিক যেমন ডাক্তারবাবু সকল চিকিৎসক, নার্সকর্মী সেবক ও সেবিকা সাফাই কর্মী , পুলিশ প্রশাসন , সমাজ সেবিসংস্থার কর্মী , সংবাদ মাধ্যম ও সাংবাদিক এবং মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যারা খাদ্য ওষুধ সরবরাহ করছেন সেই সকল সৈনিক দের ভগবান সুস্থ রাখুন, ভালো রাখুন, সুরক্ষিত রাখুন, ।। এছাড়া দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সৈনিক প্রধান ওনাদের আইন লক ডাউন অস্ত্রেই করোনা ভাইরাস কে পরাজিত করে আমরা জিতবই । সকলেই ঘরে থাকুন লক ডাউন আইন মানুন ।কোনো স্থানেই অযথা জমায়েত করবেন না ।জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে বেরুবেন না মুখে মাক্স পড়ে থাকুন। নিজের নিজের বাড়িতে থেকে সংসারের সকলের সঙ্গে হাসিখুশী থেকে শান্তি বজায় রাখুন । রাজ্যের ও দেশের জনগণের উদ্দেশ্যে স্বপন দত্ত বাউলের বার্তা আপনারা সকলেই করোনা যুদ্ধের সকল সৈনিক দের জন্য ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রাথনা ও কামনা করুন যেন করোনা যুদ্ধের সকল সৈনিক সুস্থ ও সুরক্ষিত থাকেন ।