রাজ্য

সিপিঅাইএম কর্মহীন মানুষজনকে বিনামূল্যে পর্যাপ্ত খাদ্যসামগ্রী ও অর্থনেতিক প্যাকেজ প্রদান

প্রদীপ কুমার মাইতি, পূর্বমেদিনীপুর:সিপিঅাইএম, কাঁথির উদ্যোগে করোনা লকডাউনের পরিপ্রেক্ষিতে সর্বস্তরের কর্মহীন মানুষজনকে বিনামূল্যে পর্যাপ্ত খাদ্যসামগ্রী ও অর্থনেতিক প্যাকেজ প্রদান,করোনার নিবিঢ় পরীক্ষাকরন,পর্যাপ্ত স্যানিটাইজার, মাস্ক,চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ,ডাক্তার, নার্স, স্বাস্হ্য কর্মী,অাইসিডি এস,অাশা কর্মীদের পিপিই সহ চিকিৎসা সুরক্ষা প্রদান,প্রাইভেট ডাক্তারদের চেম্বার সহ বেসরকারী চিকিৎসা পরিষেবা সুচারু করন,পানীয়জলের নলকূপের মেরামতি সহ নতুন নলকূপের স্হাপন,পরিযায়ী শ্রমিকদের বাড়ী ফেরানো সহ ১০ দফা দাবীসমূহের ভিত্তিতে অাজ কাঁথি মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন,কানাই মুখার্জী, সঞ্জিত দাস,সলিলবরণ মান্না,প্রনব করণ প্রমুখ নেতৃৃবৃন্দ। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন জানান রেশনকার্ডের শ্রেনী নির্বিশেষে সকল কর্মহীন কে বিনামূল্যে মাথাপিছু ১৫ কেজি চাল/গম/অাটা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের হোম ডেলিভারির ব্যবস্হা ও ৫০০০ টাকা জনধন যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থপ্রদান সহ নারেগা প্রকল্পে সমস্ত জবকার্ড হোল্ডারদের অগ্রিম ১ মাসের মজুরী প্রদান করতে হবে।পরিযায়ী শ্রমিকদের বাড়ী ফেরানো সহ কৃষক ও ক্ষেতমজদুরের অর্থনৈতিক সুরক্ষা প্রদান করতে।দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ রেশনসামগ্রী নিয়ে দলীয় বিলিবন্টন রোধ করতে হবে।অন্যান্য রোগীদের জন্য বেসরকারী চিকিৎসকদের চেম্বার ও পরিষেবা চালু রাখতে হবে।তাঁদেরও ৫০ লক্ষটাকার জীবনবীমা চালু করতে হবে।পানীয়জলের সঙ্কট থেকে মানুষ কে মুক্ত করতে হবে।চিকিৎসা পরিষেবাপ্রদান কারীদের পিপিই সহ পর্যাপ্ত চিকিৎসাগত সুরক্ষা প্রদান সুনিশ্চিত করনের দাবী জানানো হয়েছে বলে জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

Related Articles

Back to top button