আমফান ঝড়ের পর থেকেই তছনছ সবকিছু, নেই বিদ্যুৎ অন্ধকারে গোটা রাজ্যের গ্রাম-গঞ্জে
আমফান ঝড়ের পর থেকেই তছনছ সবকিছু, নেই বিদ্যুৎ অন্ধকারে গোটা এলাকা, জলেরও সমস্যা, একপ্রকার বিপাকে এলাকাবাসী। তাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিদ্যুৎ সচলের দাবিতে হেঁড়িয়া খেজুরি রাস্তা অবরোধ সাথে বিদ্যুৎ অফিস ঘেরাও করল এলাকাবাসী, ইমারজেন্সি গাড়ি ছাড়া অবরোধে আটকে থাকল বাকি যানবাহন। এখন পরিস্থিতি সারা রাজ্য জুড়ে সর্বোচ্চ জেলাগুলোতে, দেখতে দেখতে পেরিয়ে গেল প্রায় এক সপ্তাহ আজও বিদ্যুৎবিহীন সুন্দরবনের প্রতিটি গ্রামে। দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসোবা বাসন্তী ক্যানিংয়ের গ্রামে বিদ্যুৎ নেই রাগে ফুঁসছে গ্রামবাসীরা!ক্যানিং ডিভিশন ম্যানেজার সাহেবের সাথে নিউজ সারাদিনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, তিনি শুধু একটাই কথা বলে যাচ্ছে কাজ চলছে। সাধারণ মানুষের প্রশ্ন কত দিন ধরে চলবে কাজ, তাঁর সঠিক জবাব পাচ্ছেনা এলাকাবাসীরা।যত দিন যাচ্ছে বিদ্যুতের বিষয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা, এতে শাসকদলের ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছে অনেকেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত যেভাবে রাজ্যের মানুষ ক্ষোভে ফুঁসছে এর বিহিত ব্যবস্থা যদি না হয়, তাহলে আগামী দিনের শাসকদলের বিরুদ্ধে বেশিরভাগই মানুষ ভোটব্যাঙ্ক এই প্রবাহিত করবে ভোটকে। এখানে চলছে দলাদলির রাজনীতি আর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা।