গ্রামের পাতায়

দুঃস্থদের পাশে দাঁড়াল শুভেন্দু!

প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ করোনা আবহে এবং লকডাউনের সময় সঙ্কটজনক পরিস্থিতিতে দরিদ্র, অসহায় গ্রামবাসীর পাশে দাঁড়াল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া এগরা-১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের প্রায় ২৫০টি পরিবারের হাতে চাল, ডাল, আটা, সোয়াবিন, তেল, সাবান, বিস্কুট- সহ অন্যান্য রেশন সামগ্রী প্যাকেট করে প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।এ দিন শীপুর বাজারে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়।এগরা-১ ব্লকের কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস বলেন, “সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা চলবে।” তবে লকডাউনের জেরে উপার্জন হারানো মানুষের পাশে শুভেন্দুবাবু দাঁড়ানোর জন্য অসংখ্য গ্রামবাসী তাঁর কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন। সেইসঙ্গে এগরার বিধায়ক সমরেশ দাস ও জেলা পরিষদের সদস্য উত্তম বারিকের পাঠানো ত্রাণসামগ্রীও আগামী দিনে অসহায় দুঃস্থ মানুষদের দেওয়া হবে।” উপস্থিত ছিলেন সাহাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তিলতা দাস উপ- প্রধান মিলন দে, প্রভাত জানা, গৌতম মাইতি, উত্তম জানা, স্বপন দণ্ডপাট, অবিনাশ পাত্র ও রামদুলাল মাইতি প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button