দূরদৃষ্টি
লক্ষীমাতার মন্দির উদ্বোধন করলেন জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিং।
রানা বৈদ্য, আমোদপুর :আজ কোজাগরী লক্ষীপুজো।এই শুভ দিনে ভ্রমোরকোল অঞ্চলের চিরুলিয়া গ্রামে নবনির্মিত লক্ষীমাতার মন্দির উদ্বোধন করলেন জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিং।
উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি শেখ তাহিরুল,সঞ্জীব মজুমদার, ব্লক সভাপতি ঝোকন সাধু, সোমনাথ সাধু প্রমুখ।এদিন সন্ধ্যায় ভ্রমোরকোল অঞ্চলের চিরুলিয়া গ্রামে এসে পৌঁছান অভিজিৎ সিং।
এর পর গ্রামবাসী ও মন্দির কমিটির সদস্যরা ঢাক এবং পুস্প বৃষ্টি করে স্বাগত জানান।আজ এই শুভ দিনে এই মন্দির আমাকে দিয়ে উদ্বোধন করানোর জন্য আমি মন্দির কমিটির কাছে কৃতজ্ঞ।