দাঁইহাট পৌরসভায় নির্বাচনের আগেই অস্থায়ী সাফাই কর্মীরা বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে আন্দোলনের পথে
কাটোয়া:দাঁইহাট পৌরসভায় সাফাই কর্মীরা আন্দোলন শুরু করে দিলেন। বৃহস্পতিবার জানা গিয়েছে যে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ করতে হবে এই দাবিতে আন্দোলনমুখী শ্রমিকরা।ইতিমধ্যে সাফাই কর্মীরা পৌরসভার প্রশাসক শিশির কুমার মন্ডল এর সাথে একটি বৈঠক সেরে ফেলেছেন। তবে সাফাই কর্মীরা সন্তোষজনক কোন উত্তর এখনো পর্যন্ত পায়নি কিন্তু প্রশাসকের কথামতো তারা পৌরসভার কিছু কাজ করে যাচ্ছেন কিন্তু ভবিষ্যৎ মজুরি বৃদ্ধি এবং স্থায়ীকরণ না হলে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে হুমকি দিয়েছেন কর্মীরা।জানা গিয়েছে যে পৌরসভায় একশো কুড়ি জন অস্থায়ী কর্মী রয়েছেন। নো ওয়ার্ক নো পে র ভিত্তিতে সাফাই কর্মীরা কাজ করেন। দৈনিক মজুরি একশো কুড়ি টাকা কেউবা ২০০ টাকা করে মজুরি পেয়ে থাকেন। সাফাই কর্মী প্রতাপ শেখ লালটু প্রমূখ জানিয়ে দিয়েছেন যে আগামী দিন তাদের মজুরি বৃদ্ধি এবং স্থায়ীকরণ না হলে কর্মবিরতিসহ ব্যাপক আন্দোলন গড়ে তুলবেন।দাঁইহাট পৌরসভা ১৪ টি ওয়ার্ড রয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সাফাই কর্মীরা রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে শহরটাকে সুন্দর রাখার কাজ করে থাকেন। অথচ জামজুরি পান তাতে সংসার চালাতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ সাফাই কর্মীদের।