দীন দরিদ্র মানুষের পাশে একরার কয়েকজন যুবক।
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর ঃ রাজ্যজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দী সকলে। কলকারখানা, যানবাহন, দোকানপাট, হোটেল, বাজার সমস্ত কিছু একেবারেই বন্ধ। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের একেবারে করুন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ফলে দীন দরিদ্র মানুষ এক বেলা খেতে পেলে অপরবেলা কি খাবে তা নিয়ে ভাবতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার এগরার পানিপারুলের বেশ কয়েকজন যুবক। বুধবার পানিপারুল গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৪৫০ জনের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন, তেল, সাবান- সহ নানা রেশন সামগ্রী তুলে দেওয়া হয় ওই যুবকদের তরফ থেকে। পাশাপাশি স্থানীয় এলাকার বেশকিছু অসহায় ভবঘুরেদের রান্না করা খাওয়ারও তুলে দেওয়া হয়েছে। এ দিন পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রায় দশ- বারো জন যুবকের নেতৃত্বে এলাকার সমস্ত দিন- দরিদ্র ও দুস্থ মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। সরকারি নিয়ম মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী হাতে স্যানিটাইজার ও মুখে মাক্স পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন খাদ্য সামগ্রী বিলি করা হয়। তবে প্রধান উদ্যোক্তা সত্যবাচী প্রধান বলেন, “লকডাউনের সময় খেটে খাওয়া মানুষের একেবারে করুন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের হাতে আমরা খাদ্যসামগ্রী তুলে দিলাম। আমরা সাধারন মানুষের পাশে রয়েছি। লকডাউন না ওঠা পর্যন্ত তাঁদের এভাবে খাদ্য সামগ্রী দেওয়া চলবে।তবে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এভাবে এগিয়ে আসা উচিত।” কিন্তু গ্রামের এই সমস্ত যুবকদের মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে দাবি করেন স্থানীয় এলাকার বাসিন্দারা। উপস্থিত ছিলেন দিলীপ মিদ্দা, কালীচরণ জানা, অনুপ জানা, সুকুমার সাউ, কুঞ্জবিহারী ভঞ্জ, তাপস জানা, গোবিন্দ প্রধান, দীপক রাজ, পুলক নায়ক, রাকেশ গিরি প্রমুখ।