জেলা

জঙ্গল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কেশিয়াড়ীতে।

জঙ্গল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কেশিয়াড়ীতে।
অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কেশিয়াড়ী থানার লেঙ্গামারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে লেঙ্গামারা থেকে বড়শোল যাওয়ার রাস্তা থেকে কিছুটা দুরত্বে জঙ্গলের মধ্যে এক মহিলার দেহ দেখতে পান কয়েকজন। এরপরই তারা খবর দেন স্থানীয়দের। খবর দেওয়া হয় কেশিয়াড়ী থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে মহিলার পচাগলা দেহ সংগ্রহ করে থানায় নিয়ে যায়। বেশ কয়েকদিন আগে থেকেই ওই দেহ পড়ে ছিল বলে অনুমান পুলিশের। তবে কি কারণে মৃত্যু এ বিষয়ে ধন্দে রয়েছে পুলিশ। তবে মহিলার নাম পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কি কারনে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে।এলাকাবাসীদের বক্তব্য যে কেউ বা কারা খুন করে ফেলে দিয়ে গেছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles

Back to top button