জেলা

বরানগরের মৃত মহিলা করোনা পজিটিভ, এলাকায় চাঞ্চল্য

ঝুম্পা দেবনাথ

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে বরানগরের এক মহিলার মৃত্যু। মৃত্যুর পর মহিলার শরীরে করোনা পজেটিভ রিপোর্ট মিলেছে।জানা গেছে, বরানগরের ২৯ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ পুরম নামে একটি হাউসিংয়ে থাকতেন ওই মহিলা।এবিষয়ে সরকারি অপদার্থতা ও অবহেলার ফলে যথেষ্ট পরিমাণ টেস্ট হচ্ছে না, যার ফলে সংক্রমণেরর ব্যাপকতা বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন বসু। তিনি বলেন, সাধারণ মানুষকে ঘরবন্দি করে হতাশা বাড়িয়ে তুলছে সরকার। ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় জিনিস না পৌঁছে দিলে মানুষ রাস্তায় নামবে। অসংগঠিত শিল্পের শ্রমিকদের হাতে পয়সা না দিলে তাঁরা বাঁচবে কীকরে? মারাত্মক অসহায়তারমধ্যে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাঁদের নিরাপত্তার সরঞ্জাম দেওয়া হচ্ছে না। কেরল সরকার যা করতে পারে পশ্চিমবঙ্গ কেন পারছে না? প্রশ্ন তুলেছেন বিকাশবাবু।এদিকে করোনা সতর্কতায় যখন গোটা দেশ তখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে হটস্পট এরিয়া চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনার বরানগর পুরসভার ২৮ ও ১১ নম্বর ওয়ার্ডকে আগেই হটস্পট এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তার মধ্যেই ২৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরম অ্যাপার্টমেন্টের একজনের মৃত্যু হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, ৬২ বছর বয়সী এই ভদ্রমহিলা কিডনির রোগে ভুগছিলেন। তার বাড়ির লোক তাঁকে চাণক্য হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চাণক্য যখন বন্ধ হয়ে যায় তখন তাকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তিনি ১২ দিন ধরে ভুগছিলেন। তারপরে যখন তিনি মারা যান তখন ডাক্তারর পরীক্ষা করে দেখেন যে তার করোনা রিপোর্ট পজিটিভ কী না এখনো পর্যন্ত জানা যায়নি। তবে স্বাস্থ্য দপ্তর বিষয়টি খতিয়ে দেখছে।প্রসঙ্গত, তিনি ও তাঁর স্বামী এবং ওই একই অ্যাপার্টমেন্ট তাঁর কন্যা ও জামাই থাকতেন। তাঁর মৃত্যুর পর স্বামী ও জামাইকে নিয়ে যাওয়া হয়েছে কোয়ারেন্টাইনে এবং কন্যা ও নাতনিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে রামকৃষ্ণপুরমের পুরো অঞ্চলকে স্যানিটাইজেশন করা হয়। কিন্তু তাও এলাকার বাসিন্দারা চিন্তিত আগামী দিনে কি ২৯ নম্বর ওয়ার্ডকেও হটস্পট হিসেবে চিহ্নিত করা হবে। সেটাই এখন তাঁদের কাছে বড় প্রশ্ন। এবিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চৌধুরীর সঙ্গে। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি….

Related Articles

Back to top button