রাজ্য
দিনমজুরদের জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পে মাসিক ১০০০টাকা অনুদান
করোনা লকডাউন জনিত কারণে গৃহবন্দী অসংগঠিত শ্রমিক/ দিনমজুরদের জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পে মাসিক ১০০০টাকা অনুদান পাওয়ার লক্ষ্যে অাবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। চলবে ১৫ ই মে পর্যন্ত। সরকারী নির্দেশ অনুযায়ী কর্মহীন অসংগঠিত শ্রমিক ও দিনমজুরদের ব্যক্তিগতভাবে অাবেদনপত্র বিডিও,এসডিও বা কোন সরকারী দপ্তরে জমা দিতে হবে। ফলশ্রুতিতে সরকারী দপ্তরে ভিড় বাড়বে। সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে ফর্ম দেওয়া বা নেওয়া খুবই অসুবিধাজনক। তাছাড়া লকডাউন পর্বে বহু জায়গায় জেরক্স দোকান বন্ধ। যাতায়াতও খুবই কষ্টকর। স্বভাবতই রাজ্য সরকারের অনান্য বহু প্রকল্পের মত অ্যাপস মারফত অনলাইনে প্রচেষ্টা প্রকল্পের দরখাস্ত জমা নেওয়া একান্ত জরুরি। এই দাবীতে রাজ্যের মুখ্যসচিবকে ই-মেইল বার্তা পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।