দিঘায় মাছের বাজারে সহ একাধিক দোকানে আগুন,এলাকায় চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:-শনিবার
গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের অন্তর্গত একটি পাইকারি মাছের দোকানে হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা।কিছু ক্ষনের মধ্যে পাশাপাশি থাকা ১ টি মাংসের দোকান, ২ টি মাছের দোকান, ৩ টি কাপড় ও জুতো দোকান, ৩টি সেলুন, ২ টি হার্ডওয়্যারর্স দোকান, ২টি খাবারের দোকান পুরোপুরি আগুনে ভস্মীভূত হয় এবং রাস্তার বিপরীতে থাকা ৬ টি দোকানে কিছুটা আগুন ধরে। এরপর এলাকাবাসীদের তৎপরতায় খবর দেওয়া হয় দীঘা কোস্টাল থানা পুলিশকে ও দমকলের আধিকারিকদের, ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন সহ দমকলকর্মীরা উপস্তিত হয়ে ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীদের মতে ক্ষতির পরিমাণ কোটি টাকার উর্ধ্বে বলে স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে। তবে কি কারণে এই আগুন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।