জেলা

মেদিনীপুরের হাসপাতাল থেকে ফের নিখোঁজ রোগী মেডিকেল কলেজের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের।

অভিষেক চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর :মেদিনীপুরের হাসপাতাল থেকে ফের নিখোঁজ রোগী মেডিকেল কলেজের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের।

ঘটনা সুত্রে জানাযায় মেদিনীপুর মেডিকেল কলেজে গত 14 তারিখ পেটে জল জমার জন্য সাতপাটির বছর 62 এর মথুর দে কে ভর্তি করে তার পরিবার। 14 তারিখের পর 15 তারিখ রোগী ভালোই ছিল হাতে স্যালাইন করে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপর 16 তারিখ বাড়ির লোকজন যখন বাড়িতে খেতে যায় সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফোন করে বলে তোমাদের রোগীকে পাওয়া যাচ্ছে না।এরপর রোগীর পরিবার দৌড়ে এসে হাসপাতাল চত্বর খোঁজ লাগায়।রোগীর কিছুতেই হদিস আর মেলে না।তারা দ্বারস্থ হয় থানায়।

তবে মেদিনীপুর কোতোয়ালী থানায় 24 ঘন্টা না গেলে অভিযোগ দায়ের করা যাবে না বলে তাদের ফিরিয়ে দেয়।এই ঘটনায় শোরগোল মেদিনীপুর মেডিকেল চত্বরে।কি করে দিনের বেলায় হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় সেই রোগী সেই নিয়ে উঠেছে হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ।যদিও এই অভিযোগ নতুন নয়।

এর আগেও মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেছে রোগী এবং পরে তার দেহ উদ্ধার হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের পাশের নর্দমা থেকে কখনো পুকুর এবং জলাশয় থেকে পাওয়া গিয়েছে সেই রোগীর দেহ।

দিনে-দুপুরে এত নিরাপত্তারক্ষী এবং হাসপাতালের ডাক্তার নার্স থাকা সত্ত্বেও রোগী কিভাবে উধাও হয়ে যায় সে নিয়েও অভিযোগ তুলেছেন রোগীর পরিবার।এ নিয়ে তারা বিস্তর অভিযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষকে।

তবে মেদিনীপুর মেডিকেল কলেজ সুপার তন্ময় কান্তি পাঁজা বলেন বিষয়টি শুনেছি খোঁজ নিয়ে দেখবো পুলিশকে জানাবো।

Related Articles

Back to top button