জেলা

তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

রানা বৈদ্য, সাঁইথিয়া :তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে ভোট করেছেন মাঠপলসা পঞ্চায়েতের উপপ্রধান, এমনই অভিযোগ মাঠপলসা পঞ্চায়েত এলাকার বুথ সভাপতিরা।আজ সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সাঁইথিয়ার হাইস্কুলে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল, বোলপুরের সাংসদ অসিত মাল,সাঁইথিয়া পুরসভার প্রশাসক বিপ্লব দত্ত, সাঁইথিয়া ব্লকের সভাপতি সাবের আলি খান, সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকীলাল দত্ত, দেবাশিষ সাহা, প্রধান তুষার মন্ডল, শান্তুনু রায় প্রমুখ।

এদিন মাঠপলসা পঞ্চায়েতের বেশ কয়েকজন বুথ সভাপতিকে ভোটে হারার কারণ জানতে চাওয়া হলে বুথ সভাপতিরা অভিযোগ করেন যে,আমাদের দলের কর্মীদের জন্যই আমরা নির্বাচনে ভালো ফল করতে পারিনি।আমাদের দলের কর্মীরাই দলে থেকে দলের বিরুদ্ধে ভোট করেছেন।

ওই সময় অনুব্রত মন্ডল বলেন আপনারা কি তাদেরকে চিনহিত করতে পেরেছেন? জবাবে বুথ সভাপতিরা বলেন,এর নেপথ্যে রয়েছেন মাঠপলসা পঞ্চায়েতের উপ প্রধান মহম্মদ ইউনুস।যদিও এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন না মাঠপলসা পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ইউনুস।

কেন তিনি অনুপস্থিত জানতে চাইলে মাঠপলসা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আসাদুজ্জামান বলেন,আমরা জানিয়েছিলাম।এবং গ্রুপে ম্যাসেজ ও করা হয়েছিল।তার পরেও তিনি আসেননি।
নিজের দিকে উঠা অভিযোগ অস্বীকার করেন উপপ্রধান মহম্মদ ইউনুস।তিনি বলেন,আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে আসছি।

এখন হঠাৎ করে আমাকে কেন বিজেপি তকমা দেওয়া হচ্ছে সেটা আমি জানি না।তবে যারা তৃণমূলে থেকে বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ করছেন,তারা সম্পুর্ন মিথ্যা কথা বলছেন।আমি আমাদের দিদির অনুপ্রেরণায় অনুপ্রানিত।

Related Articles

Back to top button