জেলা
অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন উদ্যোগে রক্তদান শিবির
অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন ,এ আই এম এ র হাওড়া জেলার বাগনান থানার কল্যানপুর আইমা ইউনিটের উদ্যোগে প্রথম বর্ষ রক্ত দান শিবির, বিশেষ ভাবে সক্ষম তিন জন কে ট্রাই সাইকেল বিতরণ,আইমার কার্যক্রম সম্পর্কে আলোচনা আয়োজন করা হয়েছে,
রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত বরণ মিত্র, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট গুণীজন সেখ হাসান আলী,দেব কুমার দে,ডাঃ প্রেম বাসু, অমিতাভ চ্যাটার্জী,আইমার সেখ আফসার আহমেদ, সোহেল রানা,সেখ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।