জেলা

পূর্ব মেদিনীপুরের তমলুকে BJMTU -র সাংগঠনিক জেলার আলোচনা সভা ও যোগদান

 

রাজ্যের বিভিন্ন এলাকায় যে ভাবে শাসক দল মানুষের উপর অত্যাচার করে ভয় দেখিয়ে ভোট লুট করে তা নিয়ে সাধারণ মানুষেরা আতঙ্কিত ।

গত বিধানসভা নির্বাচনের পর থেকেই অশান্ত হয়ে উঠেছে বাংলা, যাঁর ফলে এক প্রকার ভীত ও সন্ত্রস্ত হয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। খুন, মারামারির,বোমাবাজির মধ্যে পড়ে জীবন যাচ্ছে সাধারণ মামুষের, তবু রক্তহীন রাজনীতির বিরাম নেই। তাই সুস্থ বাংলা ও সুস্থ রাজনীতি পেতে এলাকার মানুষ BJMTU পরিবারে সদলবলে যুক্ত হয়।

তমলুক বিধানসভার অন্তর্গত কাঁকটিয়ার বল্লুক-৪/১ জানুবাসন সহ আরো দুটি গ্ৰামে BJMTU সাংগঠনিক আলোচনা সভা হয়, এই সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার BJMTU সভাপতি কাজল আলি সহ জেলা ও বিধানসভার এবং বিভিন্ন স্তরের নেতৃত্ব বিন্দরা ।

এই সভাতে এলাকার মানুষের কাছ থেকে শাসক দলের বিষয়ে কুকর্ম এবং অত্যাচারের কথা শুনে এলাকা বাসিন্দাদের, BJMTU সভাপতি কাজল আলি প্রতিশ্রুতি দিয়ে বলেন আমরা BJMTU পরিবার আপনাদের পাশে আছি ,থাকছি এবং আগামী দিনেও থাকবো।

এই প্রতিশ্রুতি কথা শুনে এলাকা বাসিন্দারা সভাপতি কাজল আলি কে ধন্যবাদ জানায়। এবং এই রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী লড়াকু নেতা পেয়ে এলাকার মানুষেরা মনে সাহস পান। এবং এই দিন সভাপতি কাজল আলির হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ৩৫০ জন কর্মিরা এবং মহিলারা BJMTU তে যোগদান করেন।

Related Articles

Back to top button