ডাঃ নির্মল মাজি পুলিশ কর্মী ও সিভিক ভ্যল্টেনটিয়ারদের করোনা মোকাবিলায় মুখে মাস্ক পড়িয়ে করোনা সচেতনা বার্তা দিলেন
নিজস্ব প্রতিনিধি,আমতা: করোনা মোকাবিলায় সবার আগে লকডাউন ঘোষণা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন। মুখ্যমন্ত্রীর দেখানো সেই পথকেই অনুসরণ করলেন শ্রম দফতরের মন্ত্রী ডাঃ নির্মল মাজি। করোনার মতো এক ভয়াবহ মহামারীর হাত থেকে মানুষকে বাঁচাতে গত মঙ্গলবার আমতা বিধানসভা এলাকায় আমতা ও রাজাপুর অঞ্চল জুড়ে লকডাউনের জন্য খাদ্য সমস্যায় পড়া দুঃস্থ মানুষদের মধ্যে চাল, ডাল আলু, পেঁয়াজ , তেল, মশলাসহ নানা খাদ্যসামগ্ৰী বিতরণ করলেন পশ্চিমবঙ্গের মেডিক্যাল কাউন্সিলরের সভাপতি ডাঃ নির্মল মাজি। তিনি সাধারণ মানুষদের শুধুমাএ খাদ্য সামগ্রীদেই সাহায্য করেছেন তা নয় প্রায় ১০০০ জন অসহায় মানুষকে বিতরণ করলেন মাস্ক ও স্যানিটাইজার। অসুস্থ ব্যক্তিদের জন্য তিনি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষুধ বিতরণের ও ব্যবস্থা করে দিলেন।বাংলার মুখ্যমন্ত্রীর পথকে পাথেয় করা ডাঃ নির্মল মাজি শুধু মাত্র দুঃস্থদের কথাই চিন্তা করেছেন তা নয় , আইনের স্বতন্ত্র প্রহরী সেই পুলিশ কর্মী ও সিভিক ভ্যল্টেনটিয়ারদের কথা ও চিন্তা করেছেন তিনি। গত শুক্রবার হাওড়া উলুবেড়িয়ার অর্ন্তগত রাজাপুর থানার পুলিশ কর্মী ও সিভিক ভ্যল্টেনটিয়ারদের মুখে মাস্ক পড়িয়ে দিলেন এবং সেই সঙ্গে তুলে দিলেন স্যানিটাইজার। থানার সমস্ত কর্মীরাই নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনেই দাঁড়িয়ে ছিলেন। রোগ কল্যান সমিতির চেয়ারম্যান ডাঃ নির্মল মাজি থানার ওসি অজয় কুমার সিংহের হাতে তুলে দেন ঔষুধ ও স্যানিটাইজার। তবে শুধু য
রাজাপুর থানাই নয় পুলিশ কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে এলাকার সমস্ত থানাগুলিতেই মাস্ক পৌঁছে দিলেন তিনি।উলুবেড়িয়ার উঃকেন্দ্রর বিধায়ক ডাঃ নির্মল মাজির সাথে আমরা কথা বলি, উনি আমাদের জানিয়েছেন এই কর্মসূচি লকডাউন শেষ হবার আগে পর্যন্ত চালিয়ে যাবেন।এছাড়াও বলেন জাতি, দল নির্বিশেষে এক্যবদ্ধভাবে একজন কর্মীর মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করা উচিৎ। তিনি আর ও বলেন মুখ্যমন্ত্রীর সম্মুখ সফরে নেমে এই সৈনিকের মতো কাজ ইতিহাস হয়ে থাকবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আমাদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও স্যনিটাইজার ব্যবহার করা উচিৎ। অন্যান্য কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এই ভাবে বাংলার মুখ্যমন্ত্রীর মতো কাজ করছেন। মুখ্যমন্ত্রীর এইভাবে মানুষের পাশে এসে দাঁড়ানো আমাদের কাছে আদর্শ হয়ে উঠুক।