আন্তর্জাতিক
করোনা আবহে ও যুদ্ধ অব্যাহত আজারবাইজান -আর্মেনিয়ার মধ্যে
দুদশের মধ্যে চলমান সামরিক যুদ্ধ বৃহত্তর হতে চলেছে এই করোনা আবহে। পূর্ব ইউরোপ এর কাকেশাসের বিরোধপূর্ণ অঞ্চল নাগোর্না-কারাবাখ কে কেন্দ্র করে এই যুদ্ধ।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আর্মেনিয়া এই অঞ্চল টি জোরপূর্বক দখল করে নেয়। ১৯৯২-৯৩ সালে আজারবাইজান জায়গায় টি পুর্নদখল করতে গেলে দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, মাঝখানে কিছু বছর যুদ্ধ থামলেও গত ২৭ সেপ্টেম্বর আবারো উত্তেজনা বৃদ্ধি পায়। দুদেশই কামান ট্যাংক, ড্রোন ও যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ শানাতে লাগে।
গত কয়েকদিনে উত্তেজিত অঞ্চলের বহু ঘর বাড়ি গুড়িয়ে যায় বোমার আঘাতে, এমত অবস্থায় জাতিসংঘের পক্ষ থেকে যুদ্ধ থামিয়ে শান্তির আলোচনা করতে বলা হলেও কর্নপাত করছে না কোন দেশই। এদিকে তুর্কীর প্রেসিডেন্ট জানান,ফ্রান্স-জার্মানী সহ ইউরোপ এর শক্তিশালী দেশগুলো আর্মেনিয়া কে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে।