জেলা

ধুবুলিয়া টিবি হাসপাতাল কোবিড হাসপাতাল গড়ে তোলা যায় কিনা পরিদর্শন করলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস


শ্যামল রায়, নবদ্বীপ:নদীয়া জেলার অন্যতম ধুবুলিয়া টিবি হাসপাতাল। টিভি হাসপাতালটিতে  পরিকাঠামো থাকা সত্ত্বেও জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। অনেকটা জমির মধ্যে এই হাসপাতালটি অবস্থিত।
করোনার পরিস্থিতিতে  এই টিবি  হাসপাতালটি যাতে কোবিড হাসপাতাল  তৈরি করা যায় কিনা তার সমস্ত দিক খতিয়ে দেখতে এদিন পরিদর্শন করলেন রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা শাসক বিভু গোয়েল ও জেলা পরিষদ সদস্য সুব্রত ঘোষ সহ অনেকে‌। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে করোনাভাইরাস অতি ভয়ঙ্কর যাতে আগামী দিন মানুষের উন্নত চিকিৎসার ব্যবস্থা না করতে হয় তার জন্য এই টিবি হাসপাতালটি যদি কোবিড হাসপাতাল রুপে গড়ে তোলা যায় কিনা   সমস্ত খতিয়ে দেখা হয় এদিন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা বাস্তবায়িত করতে পারব এই হাসপাতালটি পরিকাঠামোর যথেষ্ট উন্নয়ন করা হবে বিষয়টি জেলা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর কে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়টি জানিয়ে আমরা কাজ করার উদ্যোগ গ্রহণ করব যদি সবুজসংকেত পাই। হাসপাতাল পরিদর্শনে খবর জানতে এলাকার বাসিন্দারা খুশি কারণ একটি পূর্ণাঙ্গ হাসপাতলে গোটা অর্থনৈতিক ব্যবস্থা টা পরিবর্তন হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা এবং সেইসাথে ব্যবসায়ীরা।

Related Articles

Back to top button