জেলা

দুশো বছরের পুরোনো বাড়ি ভেঙ্গে পড়লো পূর্ব বর্ধমানের বোরহাট এলাকায়

স্বপন দত্ত —– গতকাল বুধবার হটাৎ করে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো 200 বছরের পুরোনো বাড়ি পূর্ব বর্ধমানের ২৮ নম্বর ওয়ার্ডে বোরহাট এলাকায়। বাড়ির এক অংশ হটাৎ ভেঙ্গে পড়ে লক ডাউনের জন্য মানুষজন তেমন রাস্তায় ছিলো না তাই বিশাল বিপদ থেকে বর্ধমান রক্ষা পেলো। ওই বাড়ির মালিক উপরে থাকেন নিচে দুঘর ভাড়াটে বাসিন্দা বহুদিন ধরেই আছেন ওই বাড়িতে। ভাড়াটেদের বক্তব্য যে বাড়ির মালিক কে বার বার বলা সত্বেও বাড়ির মালিক বাড়ি সারিয়ে মেরামত করে দেয়নাই । একজন ভাড়াটে নিজে থেকেই জোড় করেই একটু অংশ নিজে সারিয়েছিলেন নিরাপদে বাস করার জন্য । এই বাড়ি ভেঙ্গে পড়ার খবর পেয়ে পুলিশ প্রশাসন আসেন ও দুর্ঘটনার জায়গায় বিপদজনক বলে ঘিড়ে দেন । যেহেতু এক সপ্তাহ পুরোপুরি বর্ধমানে লক ডাউন তাই মানুষের চরম ক্ষতির হাত থেকে ভগবান বাঁচিয়ে দিলো । ওই বাড়ির একজন ভাড়াটে বললেন উনি একটু পাড়ায় অন্য কাজে গিয়েছিলেন ফিরে এসেই দেখেন বাড়িটির এক অংশ ভেঙ্গে পড়েছে। এলাকাবাসী ও প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি মেরামত করার জন্য বাড়ির মালিককে অনুরোধ করেন।

Related Articles

Back to top button