পূর্ব বর্ধমানে নতুন করে করোনা পজেটিভ হাওড়া থেকে আসা স্বাস্থ্য কর্মী মহিলার
সংবাদদাতা —– এর আগে খণ্ডঘোষ থানার বাদুলিয়া গ্রামে কাকা ও নাবালিকা ভাইঝির করোনা পজেটিভ আসে বর্তমানে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেগেছে গ্রামে । বর্ধমানের মানুষ একটু করোনা মুক্ত বর্ধমানের আশার আলো দেখতে না দেখতেই আজ নতুন করে করোনা পজেটিভ ধরা পড়লো হাওড়া থেকে আসা এক মহিলা স্বাস্থ্য কর্মীর দেহে সুভাস পল্লী এলাকায় । তার স্বামী বর্ধমানের বিদুৎ বিভাগের কর্মী তার স্বামী তাকে হাওড়া থেকে নিয়ে আসে । করোনা পজেটিভ ওই রোগীকে চিকিৎসার জন্য দুর্গাপুরে কোভিট হাসপাতালে পাঠানো হয়েছে ওনার সংস্পর্শে আসা কয়েকজন কে চিকিৎসার জন্য আলাদা করে রাখা হয়েছে তাদের পরীক্ষা চলছে । সুভাস পল্লী এলাকা সিল করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরের বিভাগ গুলি বন্ধ রাখা হয়েছে ,ও বিদ্যুত দপ্তর ভবন কে জীবাণুমুক্ত করা হচ্ছে ।। এ প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পূর্ব বর্ধমানের বাউল স্বপন দত্ত বলেন যে চিনে ও বিদেশে যখন করোনায় মানুষ মারা যাচ্ছে আমি দেখেছি , তখন থেকেই আমিই প্রথম আগে ভাগেই বর্ধমানে করোনা ভাইরাস নিয়ে সচেতন আরম্ভ করি । সারা বর্ধমান সহ সুভাস পল্লী , বারস্বমঙ্গলা এলাকায় ও সচেতন করেছিলাম । আমার সচেতন কে ওই এলাকার অনেক মানুষ গ্রাহ্য করে নি তখন। আজ কিন্তূ সুভাষ পল্লী এলাকাতেই করোনা পজেটিভ এলো ।। ঠিক তেমনি আমার সচেতন কে বর্ধমানের অনেকেই এমনকি জেলা প্রশাসন তেমন ভাবে গ্রাহ্য না করার জন্য বাদুলিয়া গ্রামে দু জনের করোনা পজেটিভ এসেছিলো । স্বপন বাউল বলেন আমার সচেতনে সারা বর্ধমান যদি সতর্ক হতো বা এখুন ও সতর্ক নয় এবং অনেকেই সচেতন হতে চাইছে না বলেই বর্ধমানে আবার নতুন করে করোনা পজেটিভ এলো ।।