রাজ্য

পূর্ববর্ধমানের সমাজের সাথী পত্রিকার পক্ষথেকে দুস্থ বাউল ও সাংবাদিক স্বপনদত্ত কে খাদ্য দ্রব্য ত্রান দিলো।

বর্ধমান : করোনার লক ডাউনে সকল মানুষেরই কষ্ট কাজ নেই উপায় নেই । সেই সব মানুষের দুক্ষের দুঃখী হয়ে পূর্ব বর্ধমানের সমাজের সাথী পত্রিকার সম্পাদক ও সাংবাদিক তার স্বল্প সাধ্যতেও ৭৫ জন সাংবাদিক ও ২৫ জন দুস্থ মানুষকে ত্রান তুলে দিলেন । পূর্ব বর্ধমানের প্রেস কর্নারের সামনে তিনি চাল ,ডাল ,নুন, আলু , পেঁয়াজ ,মুড়ি সাবান দিয়ে দুস্থ সাংবাদিক ও মানুষের পাশে বন্ধু হয়ে দাঁড়ালেন । পূর্ব বর্ধমানের নিউজ সারাদিন এর সাংবাদিক ও দুস্থ বাউল শিল্পী স্বপন দত্তর হাতে খাদ্য দ্রব্য নিজে তুলে দিলেন সমাজের সাথী পত্রিকার সাংবাদিক ও সম্পাদক দূরন্ত নাগ মহাশয় । ত্রান বিলি অনুষ্ঠানের সূচনা করেন স্বপন দত্ত বাউল তার বাউলগানে সমাজের সাথী পত্রিকার এই সমাজ সেবার বিষয় নিয়ে গান গেয়ে সমাজের সাথী পত্রিকার মহতী উদ্দেশ্য ও সাংবাদিক দূরন্ত নাগের মানবিক মুখের কথা তুলে ধরেন । বহু সাংবাদিক তাদের মূল্যবান বক্তব্যে বলেন যে লকডাউনে বর্ধমানের দুস্থ সাংবাদিক দের কথা কেউ ভাবেনি । যেটা সমাজের সাথী পত্রিকা সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে এক নজির সৃষ্টি করলো ।। দূরত্ব মেনে চকের গোল দাগ কেটে সকলকে লাইন দিয়ে দাঁড় করিয়ে এই খাদ্য দ্রব্য ত্রান দেওয়া হয় একে একে এখানে কোনো জমায়েত করা হয়নি লকডাউনের নিয়ম মেনেই।স্বপন বাউল তার গানে সমাজের সাথী পত্রিকার মানবিব মুখ তুলে ধরে এবং গানে গানে করোনা যুদ্ধের সকল সৈনিক ডাক্তার নার্স সেবক সেবিকা পুলিশ প্রশাসন ,স্বেচ্ছাসেবী সংস্থা ও সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের মঙ্গলকামনা করে সুস্থ ও সুরক্ষিত যেন সকলেই থাকেন তার শুভ কামনা করলেন ঈশ্বরের কাছে ।এবং news সারাদিনের লাইফ টাইম সাংবাদিক এবং ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক রূপে স্বপন দত্ত নিজে ওই অনুষ্ঠানের আসন অলংকৃত করেছিলেন। সমাজের সাথী পত্রিকার সম্পাদক দূরন্ত নাগ মহাশয়ের এই মহতী উদ্যোগ কে সাধুবাদ জানান এবং স্বপন দত্ত বাউলের লকডাউনে কোনো কাজ নেই আয় উপায় নেই এই দুঃসময়ে তাকে খাদ্য দ্রব্য দিয়ে তার মুখে অন্ন তুলে দেবার জন্য সাংবাদিক দুরন্ত নাগকে প্রনাম ও অসংখ্য ধন্যবাদ জানান তিনি বলেন দুঃখের দিনে যে দুঃখের দুঃখী হয়ে পাশে দাঁড়াবেন তিনি তো আসল বন্ধু ঈশ্বর স্বরূপ। নিউজ সারাদিনের পক্ষ থেকে এবং ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করোনার সকল সৈনিকদের এবং সকল সৈনিক সাংবাদিদের সুস্থ ও সুরক্ষিত থাকার কামনা করা হয়।।

Related Articles

Back to top button