পূর্ববর্ধমানে জেলায় প্রথম করোনা পজেটিভ হলো বাদুলিয়া গ্রামে জানালেন জেলাশাসক
স্বপন দত্ত
পূর্ববর্ধমান:পূর্ববর্ধমানে দক্ষিণ দামোদর এর খণ্ডঘোষ থানা সগড়াই পঞ্চায়েতের বাদুলিয়া গ্রামের মোল্লাপাড়ার বাড়ি যার নাম আমিরুল ইসলাম ওরফে অমল মুন্সী , বয়স ৪১বছর ।কর্মস্থল ছিলো কলকাতায় ।কয়েকদিন আগেই বাইরে থেকে বাদুলিয়া গ্রামে নিজের বাড়িতে এসেছিলো এই অমল মুন্সী। কিন্তূ ১৪ দিন ঘরের মধ্যে না থেকে লক ডাউন নামেনে প্রতিদিন বিকালে বাদুলিয়া খেলার মাঠে ভলিবল খেলত। সকাল সন্ধ্যায় চায়ের দোকানে জমিয়ে আড্ডা মারত ।মোটর বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুড়ে বেড়াতে দেখা গেছে। ১০ দিন হলো বাড়ি এসেছে। যেখানে জমায়েত হতো সেই জমায়েতের সাথেও থাকত। ৩ / ৪ দিন আগে অমল মুন্সীর জ্বর এসেছিলো , নিকটবর্তী সেহেরাবাজারে ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়ে জ্ঞান হারায় । ওখানে এলাকার লোকরা ওকে এম্বুলেন্স করে বর্ধমান ক্যামরি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। এখুন এম্বুলেন্সের ড্রাইভার নিখোঁজ । বাজারে কে বা কারা তাকে ধরে এম্বুলেন্সে তুলেছে কেউ বলতে পারছে না । পূর্ব বর্ধমানে প্রথম করোনা পজেটিভ রিপোর্ট জানালেন জেলাশাসক বিজয় ভারতী মহাশয়। এখুন এই ঘটনায় বাদুলিয়া গ্রামে কেউ বাইরে যেতে পারবে না বা বাইরে থেকে কেউ বাদুলিয়া আসতে পারবে না বলে প্রশাসন জানিয়েছেন।এবং গ্রামে সচেতনের প্রচার চলবে এবং গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় দরকারে প্রশাসন পাশে থাকবেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এখুন এই মত অবস্থায় সকলেই সতর্ক থাকুন ও লক ডাউন আইন মানুন।কোথাও কোনো রকম জমায়েত করবেন না অযথা কেউ বাড়ির বাইরে বেরুবেন না এই সচেতনতা প্রচার সব জায়গায় চলছে ।।