জেলা

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ৪ লক্ষাধিক বাড়ী সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ।

অামফানে বিধ্বস্ত বাড়ীর ধ্বংসস্তুপের উপর অাজ থেকে অাবার প্রবল ঝড়বৃষ্টি তে সাধারণ মানুষের বাঁচার পথ ক্রমশ অবরুদ্ধ হয়ে গেল।পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ৪ লক্ষাধিক বাড়ী সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ। মাথার উপরে ছাদ নেই, পেটে ভাত নেই। সরকারের ত্রাণ নিয়ে কোন হেলদোল নেই। মানুষের দুর্গতি অপরিসীম। দেশপ্রাণ, কাঁথি-১, কাঁথি-৩,খেজুরী-১ ও২,নন্দীগ্রাম-১ ও২,সুতাহাটা, হলদিয়া উন্নয়ন ব্লক সমূহ,কাঁথি ও হলদিয়া পৌরসভা সহ কাঁথি ও এগরা মহকুমা র বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের প্রভাবে লক্ষ লক্ষ মানুষ, প্রসূতি মায়েরা, কচিকাঁচা, অসুস্থ মানুষজন সবাই খোলা অাকাশের নীচে জলঝড়ে ভিজেই চলেছেন। করোনা সংক্রমণ ও অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল।অাজ দেশপ্রাণ ব্লকের দুরমুঠ, ফুলেশ্বর,পাঁচগেছিয়া,কাজলা,হিঞ্চি,পারুলিয়া,গোটসাউরী,সরদা প্রভৃতি গ্রামে নতুন করে ঝড়বৃষ্টি কলবলিত এলাকায় পরিদর্শন কালে মানুষের চোখের জল ও বৃষ্টির জলে একাকার হওয়ার দৃশ্য অবর্ননীয়। ত্রিপল,খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সাহায্য প্রদানের দাবী জানিয়ে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে নিয়ে সর্বাত্মক অান্দোলন সংগঠিত করা ছাড়া বিকল্প কোন পথ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button