জেলা

পূর্ব মেদিনীপুরে ময়নায় বিজেপির স্মরণ সভা।

ময়নায় খুন হওয়া বিজেপি কর্মী দীপক মন্ডলের প্রতি শ্রদ্ধা জানাতে ময়নায় তাঁর স্মরণ সভার আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। তাঁর ছবিতে মালা দিয়ে, ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানায় বিজেপির নেতৃত্ব সহ অন্যান্য কর্মীবৃন্দ। গত কয়েকদিন আগে ময়নার বাকচায় নৃশংস ভাবে হত্যা করা হয় বিজেপির দীপক মন্ডলকে, যা ঘিরে রীতিমত বিক্ষোভ শুরু করেছিল বিজেপি। এমনকি ময়মায় পৌঁছে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভানেত্রী ভারতী ঘোষ। বৃহস্পতিবার ফের দীপক মন্ডলের স্মরণ সভা করা হয়, পাশাপাশি খুনিদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধেরও ডাক দেওয়া হয়। এই সভায় বিজেপি নেতৃত্ব সহ বহু বিজেপির কর্মীরা উপস্থিত হয়। ময়না বিধানসভার ৮ নং বাকচা অঞ্চলের বিজেপি কর্মী গত ১৯শে সেপ্টেম্বর রাতের অন্ধকারে তৃণমূলী দুষ্কৃতকারীদের হাতে খুন হয়। তাঁরই প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ময়নায় বিজেপি সংগঠন একত্রিত হয়ে পথে নেমে বিক্ষোভ প্রতিবাদ শুরু করে। বিধানসভা নির্বাচনের সময়সীমা যতই কমে আসছে ততই জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ বিজেপির। তাঁদের অভিযোগ তৃণমূলের পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে, তাঁদের একপ্রকার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার উপক্রম, সে কারনে নিজেদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা জারি রেখেছে খুন ও আক্রমনের মাধ্যমে, এমনটাই অভিযোগ বিজেপির। তাই পূর্ব মেদিনীপুরের ময়নায় খুনের ঘটনায় প্রতিবাদে সরব বিজেপি।

Related Articles

Back to top button