জেলা

খাবার দাও এই দাবি নিয়ে শিশুরা বেরিয়ে পরলো রাস্তাতে!

এতদিন লকডাউন হওয়ার কারণে, ছোট ছোট শিশুরা খিদের জ্বালা সহ্য না করতে পেরে, খাবার দাও দাবিতে রাস্তায় বেরিয়ে এলেন সাথে ছিলেন একাধিক অভিভাবকরা।গরীব মানুষের জন্য সরকার যতোটুকু করেছে সেটুকু তাদের কাছে পৌঁছাচ্ছে না এমনই অভিযোগ। এক দিকে মুর্শিদাবাদ জেলা পুলিশ লক ডাউন সামলাতে হিমসিম খাচ্ছে, তার উপর লক ডাউন ভেঙে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার কুঠির মোড়ে ক্ষুধার্ত পেটের জ্বালায় বিক্ষোভ আজ সকাল থেকেই স্থানীয় বাসিন্দাদের। লকডাউন ভেঙে পথে নামলো স্থানীয় গরীব দুঃস্থ অনাহারে থাকা মানুষজন। পেটের জ্বালায় পথে নামে প্রায় তিনশো দুস্থ পরিবার। তাদের অভিযোগ ২৪ দিন ধরে লক ডাউন পালন করে আসছে তারা। কিন্তু রাজ্য সরকারের কাছে কিংবা কাউন্সিলারের কাছে এখনো পর্যন্ত কোনো রকম সাহায্য পাইনি বলে তাদের অভিযোগ। আরও অভিযোগ যে রেশন দোকানে মাথা পিছু এক কেজি করে চাল দিচ্ছে । কিন্তু এক কেজি চাল দিয়ে ২৪ দিন কি চলা সম্ভব? সাধারণ মানুষের বক্তব্য ২৪ দিন ধরে লকডাউন সফল করেছে কিন্তু খিদের জ্বালায় লকডাউন ভেঙে পথে নামতে তারা আজ বাধ্য হয়েছে । ২৪ দিন ধরে কোনো অনুদান পায়নি বলেও তারা জানান। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের কাজ নেই, অনুদান চাই, খাবার চাই । খাবার না পেলে তাদের ছোট ছোট বাচ্চা গুলো অনাহারে মারা যাবে। ডোমকল পৌরসভার কুঠির ১০ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা শুভদাস বলেন, ” ২৪ দিন ধরে লক ডাউন, মানুষজন বসে আছে। খাবারের খুব অসুবিধা।রাজ্য সরকার এবং তাদের কাউন্সিলর কেউই সাহায্যের হাত বাড়ায় নি। সেই জন্যই আমরা লক ডাউন ভেঙে পথে নেমেছি”। পরে পুলিশের আশ্বাসে এবং পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম ,সকলকে ১০ কিলো করে চাল ও আলু দিবার কথা ঘোষণা করলে বিক্ষোভ উঠে যায়।

Related Articles

Back to top button