রাজ্য
এগরায় পানীয় জলে কলে জ্যান্ত দুমুখো সাপ, চাঞ্চল্য!
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুরঃ পুরসভার পানীয় জলের কল থেকে বেরিয়ে এল জ্যান্ত দুমুখো সাপ৷রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার পুরোনো কাঁথি বাসস্ট্যান্ড এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে এক ব্যক্তি পুরসভার ওই পানীয় জলের কলে খাওয়ার জল ধরতে গিয়ে দেখতে পান একটি জ্যান্ত দুমুখো সাপ ওই কলের মুখ থেকে বেরিয়ে বোতলের মুখে ঢুকে রয়েছে।এই ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।