কাঁথি ও এগরা থানার বড়সড় সাফল্য, গ্রেফতার ডাকাতদল ।
বেশকয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুরের দুই শহরের বুকে বড়সড় ডাকাতির ছক কষছিল একদল কুখ্যাত ডাকাত, ধরার চেষ্টা করলেও বাবাজিরা ছিল নাগালের বাইরে, কিন্তু কাঁথি ও এগরা পুলিশের যৌথ উদ্যোগে তাঁদের পাতা ফাঁদে পা দিতেই চারজন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা, মোটরসাইকেল ও ডাকাতির সামগ্রীক বেশ কিছু আসবাবপত্র (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাদের কাঁথি মহকুমা আদালতে ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় করোনার আবহে এই দুর্ধর্ষ ডাকাতদল ইদানিং ডাকাতির ভোল বদলে ব্যাঙ্ক, পেট্রোল পাম্প, সোনার দোকান সহ বিভিন্ন বিত্তশালীদের বাড়িতে ডাকাতির কাজ বদলে চুরি ছিনতাইেয়র মতো ছোটোখাটো কাজে লিপ্ত হয়, বৃহস্পতিবার গভীর রাতে এলাকার একটি বাজার, দুটি মদের ঠেক ও ওড়িষ্যার বর্ডার থেকে চারজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে পুলিশ হানা দেওয়ার সময় বাকি কয়েকজন ডাকাত ওই স্থান থেকে চম্পট দেয়। বাকি ধৃতদের তল্লাশি করে তাঁদের কাছ থেকে প্রায় লক্ষাধিক নগদ টাকা, সোনার গহনা সহ কিছু ধারালো অস্ত্র ও ডাকাতির সামগ্রি উদ্ধার করেছে পুলিশ ।