এগরায় ব্যবসায়ীকে হাঁসুয়ার কোপ মারল দুষ্কৃতীরা,চাঞ্চল্য এলাকায়
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর ঃ এক জুতো ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে।হাঁসুয়ার কোপে ওই ব্যবসায়ীর মাথায় বেশকিছুটা অংশ কেটে গিয়েছে বলে জানিয়েছেন এগরা সুপার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে,গত শনিবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে এগরা থানার মহানগর এলাকার এগরা-কাঁথি রাজ্য সড়কে।এদিন রাতে পিন্টু পাত্র (৪০)নামের এক জুতো ব্যবসায়ী ওই দিন ব্যবসা শেষ করে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় রাতেই অন্ধকারে একটি মারুতি গাড়ি ওই ব্যবসায়ীর পিছু করে।এরপর দোঁবাধী বাসস্ট্যান্ড ঢোকার আগে ওই মারুতিতে থাকা দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর উপর হাঁসুয়ার কোপ মারে।এরপর ওই ব্যবসায়ীর কাছ থেকে সমস্ত টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়।কিন্তু কাঁথি দিকে হঠাৎই একটি গাড়ি আসতেই ওই মারুতি চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।এই ঘটনার পর ওই ব্যক্তি আক্রান্ত হয়ে রাস্তাতে লুটিয়ে পড়েন।এই ঘটনা স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।পাশাপাশি তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।এই ঘটনার পর সোমবার আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা এগরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
এগরা থানার ওসি কাশীনাথ চৌধুরী বলেন,এই ঘটনা নিয়ে আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ইতিমধ্যে সেই অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত চালিয়ে ঘাতক মারুতি গাড়িটিকে উদ্ধার করা হয়েছে।পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।তবে পুরনো কোনও শত্রুতার জেরে ওই জুতো ব্যবসায়ীর উপর হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।