খুশির ঈদে মসজিদে ঈদগারে স্বপন বাউলের সম্প্রিতির গানে ঈদ মোবারক
সংবাদদাতা: – লক ডাউনে ঈদ পালন সাড়ম্বরে আর হলো না তাই মসজিদে জমায়েত করে নামাজ পড়া বন্ধ । জনগণ লক ডাউন মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের আন্তরজাতিক খ্যাতি সম্পন্ন স্বপন দত্ত বাউল পাড়ায় পাড়ায় মসজিদে ঈদগারে গিয়ে নিজের লেখা সুরে সম্প্রতির কথায় বাউলগানে বার্তা দিলেন । বাউল গানের কথায় বলেন ১ ) আজ পবিত্র ঈদে সম্প্রতির বাউল গান গাই । আমরা সবাই ভারত বাসী , আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। সম্প্রতির বার্তা দিয়ে বাউল গান গাই।। ২ ) আমরা জাতপাতের ভেদাভেদ মানব নাগো ধর্মের ভেদাভেদ মানব নাগো । সবার উপর মানুষ সত্য এই কথাটি ভুলব নাগো । মোরা একই বৃন্তে দুটি কুসুম , কাজী নজরুল ইসলাম বলেছেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই ।। খুশির ঈদে সম্প্রতির বার্তা দিয়ে বাউলগান গাই।। এই ভাবে আজ খুশির ঈদের দিনে সকাল থেকেই পূর্ব বর্ধমানের পাড়ায় পাড়ায় মসজিদের ঈদগারে স্বপন দত্ত বাউলকে সম্প্রতির বার্তা দিয়ে খুশির ঈদের গান গাইতে দেখে পথ চলতি অনেক মানুষ একটা কথাই বলছেন এমন নিঃস্বার্থ বাউল দেখেও বুক জুড়িয়ে যায় ।কেউ বলেন সত্যি বাংলাদেশের কুষ্টিয়া লালন মাজারে স্বপন দত্ত লালন সাঁই জির আশির্বাদ নিয়ে এসেছিলেন লালনের মাজারে গান শুনিয়ে প্রনাম করে ।আমরা সকলেই জানি । সত্যি মানতেই হবে লালন ফকিরের আশির্বাদ ধন্য স্বপন বাউল। নিঃস্বার্থ ভাবে সব চিন্তা ভুলে আজ ঈদের দিনে ঈদগারে ঘুড়ে ঘুড়ে খুশির ঈদ নিয়ে সম্প্রিতির বার্তা সমাজে দিচ্ছেন স্বপন দত্ত বাউল। বাংলায় মুখমন্ত্রী বলেন তার দু লক্ষ বাউল লোক শিল্পী ।কিন্তূ অনেকেই বলেন এমন নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে স্বপন বাউল সমাজ সচেতনের শিল্পী মাননীয়া মুখ্যমন্ত্রীর রাজ্যে একজনই আছে সেটা পূর্ব বর্ধমানের আমাদের স্বপন দত্ত বাউল।। স্বপন বাউল ঈদগারে মূল্যবান বক্তব্য রেখে বলেন এই লক ডাউনে ঈদগারে মসজিদে জমায়েত করে নামাজ পড়তে পারলেন না বলে দুক্ষ করবেন না কেউ । আসুন আমরা মানুষের গান গাই ।মানুষই আল্লা , মানুষই ভগবান । আমরা জাতপাতের ও ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে মনে রাখব আমাদের একই বিজে জন্ম, তোমার আমার বলেছেন ফকির লালন । আমরা ভারতবাসীর ভারত মাতার সন্তান হিন্দু মুসলমান তাই তো কাজী নজরুল ইসলাম বলেছেন গানে গানে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসুলমান । মুসলিম যার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ ।হিন্দু মুসলমান।। স্বপন দত্ত বাউলের এই অভিনব ভাবে পাড়ায় পাড়ায় ঈদগারে মসজিদে সম্প্রতির গানে ও বক্তব্যে ঈদ মোবারক জানানো দেখে বর্ধমানবাসী সাধুবাদ জানিয়ে বাউলকে মুসলিম মা বাবা সকলেই এবং হিন্দুরাও সকলেই এক হয়ে এক সুরে সুর মিলিয়ে আশির্বাদ করেন ।