রাজ্য

খুশীর ঈদে খাদ্যদ্রব্য ত্রান বিলি বর্ধমান ডেন্টাল কলেজ ছাত্র ইউনিয়ারের মানবিক মুখ।

সংবাদদাতা: –খুশীর ঈদ , কিন্তূ এই লক ডাউনে দেশের মানুষ স্বতস্ফূর্ত ভাবে আনন্দ ও খুশীর সঙ্গে ঈদ পালন করতে সকলে পারছেন না । কত মানুষের ঘরে তাদের সদস্য দের কোনো কাজ নেই বড়ই অভাব । এছাড়া ভবঘুড়ে বহু মানুষ অসহায় ক্ষুধার্ত প্রতিবন্ধী মানুষ স্টেশনের চারিদিকে ওভার ব্রীজের নিচে এখানে ওখানে পড়ে আছে ,তাদের ঘরবাড়ি সকলের নেই । দুবেলা খাবার কেউ দিলে তবেই পায় । তারা খুশীর ঈদ পালন করবে কি করে ? ওই সমস্ত অসহায় দুস্থ মানুষের কথা ভেবে , বর্ধমান ডেন্টাল কলেজ ছাত্র ইউনিয়ন এর সকল সদস্য ও ডক্টর আমদাদুল হক এর পরিচালনায় ও উদ্দোগে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় জাতি ধর্ম ভেদাভেদ নাকরে, শান্তি সম্প্রতির বাতাবরণে ২০০ ক্ষুধার্ত মানুষকে খুশির ঈদে খাবারের প্যাকেট ও মাক্স সানিটাইজার ও জলের বোতল দেওয়া হয় । প্রখর রৌদ্রে ক্ষুধার্ত মানুষেরা খাবার ও জলের বোতল পেয়ে দুহাত তুলে বর্ধমান ডেন্টাল কলেজের ছাত্র ইউনিয়ন এর ডাক্তারবাবু দের আশির্বাদ করেন । ডাক্তার বাবু আমাদাদুল হক বলেন এই লক ডাউনে সমারহ করে ধুমধাম করে ঈদ পালন সম্ভব নয় কিন্তূ বহু মানুষ ক্ষুধার্ত তাই দেখে আমাদের মনে বড় কষ্ট হয় , আমরা ছাত্র ডাক্তার ইউনিয়ন সকলে মিলে তাই খুশির ঈদে কোনো জাত ধর্মের ভেদাভেদ নাকরে দুস্থ ক্ষুধার্ত মানুষকে খাবার ও মাক্স , জলের বোতল , হ্যান্ড ওয়াশ প্রভৃতি দিতে পেরে নিজেরাও আনন্দ পেলাম । একসঙ্গে মসজিদে গিয়ে জমায়েত করে আজ হয়ত নামাজ পড়তে পারলাম না। কিন্তূ আল্লা রূপী মানুষ তাদের মুখে খুশির ঈদে খাবার তুলে দিতে পেরে আমরা আল্লা রূপী মানুষের বুক ভরা আশির্বাদ পেলাম । এই লক ডাউনে খুশির ঈদে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে । ডাক্তার আম দাদুল হক সকল মানুষের সুস্থ জীবন কামনা করেন । সকল ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়ার সঙ্গে পূর্ব বর্ধমানের দুস্থ সাংবাদিক ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বপন দত্ত বাউলের এই লক ডাউন প্রিয়ডে কোনো কাজ নেই বড় অভাবের ও কষ্টের মধ্যে আছেন স্বপন দত্ত বাউল। সেই খবর পাওয়া মাত্র সাংবাদিক ও বাউলশিল্পী স্বপন দত্ত কে ডাক দেন। ডাক্তার আম দাদুল হক ওই খুশির ঈদে ক্ষুধার্ত দের খাবার দেবার সময় সকলের মাঝেই স্বপন দত্ত বাউলকে খাবার প্যাকেট , জলের বোতল , মাক্স, হ্যান্ড ওয়াশ প্রভৃতি দিয়ে স্বপন বাউলের সুস্থ ও সুরক্ষিত জীবন কামনা করেন। মাননীয়া মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর সম্মানিত নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে সমাজ সচেতনের বাউলশিল্পী স্বপন দত্ত তার এই অভাবের সময় তাকে খাবার দেওয়ার জন্য বর্ধমান ডেন্টাল কলেজ ছাত্র ইউনিয়ন কে ধন্যবাদ জানান। ও বলেন সকল ডাক্তারবাবু রাই করোনা যুদ্ধের সৈনিক । সকলে সুস্থ ও সুরক্ষিত থাকুন এই কামনা করি। বর্ধমান ডেন্টাল কলেজ ছাত্র ইউনিয়নের এমন সমাজ সেবাকে মানবিক মুখ বলে সম্মান জানালেন স্বপন বাউল।।

Related Articles

Back to top button