রাজ্য
বিদ্যুতের বিল মুকুবের দাবিতে চিঠি
লকডাউন জনিত পরিস্থিতিতে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে গৃহবন্দী। অায়-রোজগারের সুযোগ অমিল। হাতে নগদ অর্থের কোন সংস্থান নেই। দোকান-পাট,কুটীর ও ক্ষুদ্র শিল্প স্তব্ধ। মৎস্য খামার সব অচল হয়ে রয়েছে। ধান,পান,শাকসবজী, ফুল -ফল,চারাগাছ ও নার্সারি সব কিছুই জল-ঝড় ও গণপরিবহনের অভাবে বিপর্যস্ত। অথচ বিদ্যুৎ বিলের কোন কমতি নেই। বিদ্যুৎ বিল মকুবের দাবী জানিয়ে রাজ্যের ভারপ্রাপ্ত বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।