রাজ্য
বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিজেপির বিক্ষোভ
শ্যামল রায়, পূর্বস্থলী:শুক্রবার পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত পারুলিয়া বিদ্যুৎ অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিদ্যুৎ বিল কমানো র দাবিতে গন বিক্ষোভ কর্মসূচি পালন করল ।উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মাননীয় বিধান ঘোষ মহাশয়,ও তিন মন্ডলের সভাপতি, পঙ্কজ দে, নিতাই মাহেশ্য দাস, বিজয় ঘোষ, এবং মন্ডলের পদাধিকারী গন।
এছাড়াও রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা।