জেলা

পূর্ব মেদিনীপুরের ফের মানবিক মুখ পুলিশের

ভগবানপুরঃ একদিকে গ্রীষ্মকালে রক্তের চাহিদা থাকে ব্যাপক। আবার অনেকসময় রক্তের সঙ্কটও দেখা যায়। আবারও অন্যদিকে করোনার জেরে মানুষ গৃহবন্দী। ফলে প্রতিবছর এই গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন ক্লাব সংগঠনগুলি রক্তদানের আসর করতো। কিন্তু তা একপ্রকার করোনার আতঙ্কের জেরে বন্ধ।তাই প্রশাসন থেকে বারংবার বিভিন্নভাবে প্রচারও যেমন করা হচ্ছে।আবার কখনও জেলার পুলিশসুপার কিংবা জেলাশাসক স্বয়ং শিবিরে গিয়ে রক্তদান করে আসছেন।তবে শনিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও ভগবানপুর থানার ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছিলো রক্তদানের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশসুপার ইন্দিরা মুখ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন এগরার এসডিপিও শেখ আকতার আলি, এগরার সিআই দেবাশীষ সরকার ও ভগবানপুরের ওসি প্রণব রায়। তবে এ দিন আয়োজিত শিবিরে রক্তদান করে স্থানীয় থানার প্রণব রায় জানান, রক্তের সঙ্কট এখন চলছে। তার ওপর এখন করোনার আতঙ্ক। তাই সরকারী নিয়ম নীতি মেনে, নির্দিষ্ট দূরত্ব মেপেই রক্তদনের আয়োজন করা হয়েছে। এ দিন সরকারী নিয়ম মোতাবেক ৩০ জন রক্তদান করেন বলে পুলিশ সূত্রের দাবি।

Related Articles

Back to top button