রক্তের ধর্ম এক দেখাল পুলিশ!
পূর্ব মেদিনীপুর ঃ রামনগর ঃ বাড়িতে থাকুন, সুরক্ষায় থাকুন, সুস্থ থাকুন ও লকডাউন মেনে চলুন- এই অঙ্গীকারকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।রবিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও রামনগর থানার ব্যবস্থাপনায় গরমে রক্তের সঙ্কট মেটাতে স্থানীয় থানায় রক্তদান শিবির করা হল।কিন্তু কেনই বা রক্তদান শিবিরের আয়োজন? একদিকে সারা বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। আবার অন্যদিকে লকডাউন।সেইসঙ্গে প্রচণ্ড গরমে জেলার ব্লাডব্যাংক গুলোতে রক্তের ঘাটতি দেখা যায়।রক্তের সংকট মোচনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।কারণ রক্তদান মানেই জীবনদান। একফোঁটা রক্তের বিনিময়ে মানুষের জীবন বাঁচে।রামনগর থানার ওসি (আইপিএস) শুভেন্দ্র কুমার জানিয়েছেন, এ দিন সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।তবে পুলিশ কর্মচারী, মহিলা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার- সহ মোট ৪৫ জন রক্তদান করেন।কাঁথি মহকুমা ব্লাডব্যাংক রক্ত সংগ্রহ করে। উপস্থিত ছিলেন কাঁথির এসডিপিও অভিষেক চক্রবর্তী, দিঘার সিআই সুজয় মুখ্যার্জী, রামনগর-১ এর বিডিও বিষ্ণুপদ রায়, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দীপক সার প্রমুখ।