ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনে মানভূমের মহান শহীদ গোবিন্দ চুনারাম স্মরণে ফুটবল খেলা
ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনে মানভূমের মহান শহীদ গোবিন্দ চুনারাম স্মরণে ফুটবল খেলা
জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া : ১৯৪২ এর “ইংরেজ ভারত ছাড়ো” আন্দোলনে মানভূমের মহান শহীদদ্বয় গোবিন্দ মাহাতো ও চুনারাম মাহাতোর স্মরণে এক দ্বিবাসীয় ফুটবল খেলার আয়োজন করে পুরুলিয়া ১ ব্লকের পাটাতিরী বিন্দাস টিম। ২৯ সে সেপ্টেম্বর এই খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাটি হয় গোপালপুর ফুটবল দল ও বাঘাটাড় রয়্যাল ফুটবল দলের মধ্যে। ফাইনালে বিজয়ী হয় গোপালপুর ফুটবল দল ও রানার্স আপ হয় বাঘাটাড় রয়্যাল ফুটবল দল। ফাইনালের বিজয়ী ও পরাজিত দলের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও সেমিফাইনালের পরাজিত দুই দল বালিগাড়া ফুটবল দল ও পাটাতিরী বিন্দাস টিম এর হাতেও অর্থিক পুরস্কার এবং খেলায় অংশগ্রহণকারী সমস্ত দলকে রূপসী বাংলা ইভেন্টস এর পক্ষ থেকে গিফ্ট ভাউচার তুলে দেওয়া হয়।
পাটাতিরী বিন্দাস টিম এর সম্পাদক দেবরাজ মাহাত জানান, ৩০ শে সেপ্টেম্বর যেহেতু মানবাজার থানা প্রাঙ্গনে শহীদ দিবসের মূল অনুষ্ঠান রয়েছে তাই তার আগে শহীদদের সমানে এই ফুটবল খেলার আয়োজন করা হয়।