রাজ্য

পূর্ব বর্ধমানের ২৬ নম্বর ওয়ার্ডের রেশন কেলেঙ্কারি রেশন ডিলার আহম্মদ হোসেন পলাতক

স্বপন দত্ত —— এর আগে রাজ্যে রেশন কেলেঙ্কারি ও দুর্নীতির বহু অভিযোগ মানুষ শুনেছেন। এবং প্রতিনিয়ত রেশন ডিলার রা রেশনের খাদ্য সামগ্রী বেআইনি ভাবে রেশন গ্রাহক দের গরিব মানুষদের না দিয়ে রেশনের চাল ডাল আটা তেল সব পাচার করে খোলা বাজারে । অনেকেই ধরা পড়েছে অনেক ডিলারের লাইসেন্স বাতিল হয়েছে খবরে মানুষ দেখেছেন। এবার খোদ পূর্ব বর্ধমান জেলার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন ধরেই চাল পাচার হচ্ছিলো toto গাড়ি করে । ওই এলাকার মানুষ আজ হাতে নাতে ধরে ফেলে চাল বোঝাই toto গাড়ি। রেশন ডিলারের নাম আহাম্মদ হোসেন । স্থানীয় মানুষ বলেন বেশ কিছুদিন ধরেই রেশনের চাল কেজিতে কম দিচ্ছিলো মানুষের অভিযোগ ছিলো । আজ এলাকাবাসী চাল বোঝাই toto গাড়ি ধরে ফেলে ওই গাড়ির চালককে জেরা করে তার কাছ থেকেই মানুষ জানতে পারে যে আজ পাঁচ কুইনটাল পঁচাত্তর কেজি চাল রেশন ডিলার থেকে বার করে খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে।। আরও জানা যায় এর আগে মাঝে মাঝেই ওই গাড়ি ছ সাত বার ছ কুইন্টাল করে চাল এই গাড়িতেই করে নিয়ে গিয়ে খোলা বাজারে পাচার করা হয়েছে । রেশন ডিলার আহম্মদ হোসেন ও তার পরিবারের লোক পলাতক । এলাকা বাসী জেলা শাসকের কাছে শাস্তির দাবি তুলে রেশন ডিলারের বিরুদ্ধে এফ আই আর করেছে । এই ঘটনায় এলাকায় বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয় । এর আগেও বর্ধমানে রেশন ডিলাদের অনেক অভিযোগ শোনা গেছে । এই ভাবে মানুষের প্রাপ্য রেশনেরচাল সঠিক না দিয়ে বেআইনি ভাবে খোলা বাজারে পাচার করাকে অন্যায় কাজ বলে জানিয়েছেন সাংবাদিক দের কাছে বর্ধমান তৃণমূলের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী সাহেব ।এবং দোষী ব্যাক্তি শাস্তি পাবেই কারণ গরিব মানুষের মুখের খাদ্য কেড়ে নিয়ে বেআইনি ভাবে চাল পাচার করে অসৎ পথে টাকা উপায় করে শুধু মাত্র মানুষের ক্ষতি করছে না রেশন ডিলার রা তারা সরকারের নামে বদনাম করছে । তাই এলাকাবাসী এই সব দুর্নীতি গ্রস্থ রেশন ডিলাদের কঠিন শাস্তির জন্য বর্ধমান জেলা শাসকের কাছে জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button