গ্রামের পাতায়
চাষীদের পাশেপ্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
দেশপ্রাণ ব্লক সহ কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন এলাকায় লকডাউনের কারনে চাষীভাই দের যত্নের অভাব,দাবদহনে প্রয়োজনীয় জলের অভাব ও দমকা হাওয়ার কারনে ধানশীষ কোথাও সাদা,কোথাও ফোঁসা বা কোথাও পরাগ নষ্ট হয়ে অাগড়া ধানের রূপ নিচ্ছে।এই কঠিন সময়ে বোরোচাষে মার চাষীদের সর্বনাশের মুখোমুখি দাঁড় করিয়েছে।বুলবুল ঝড়ের থেকেও ফসলের ক্ষতি অারো বেশী হবে।অবিলম্বে কৃষকদের বরো ধানচাষের শস্যবীমার ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়ে জেলা কৃষিদপ্তরের অাধিকারিক কে ই-মেল পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।মামুদ হোসেন জানান রাজ্যসরকারের হস্তক্ষেপ প্রার্থনা করে রাজ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের ও দৃষ্টি অাকর্ষণ করা হয়েছে।